উপমুখ্যমন্ত্রী পদেই নিমরাজি শিন্ডে, কীভাবে হবে মন্ত্রী বাছাই, ফাঁস মহারাষ্ট্রের ফর্মুলা
Maharashtra: মঙ্গলবার একনাথ শিন্ডের সঙ্গে দেখা করতে যান বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীস। প্রায় এক ঘণ্টা চলে বৈঠক। এরপরই মুখ্যমন্ত্রী পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয় মহাযুতি, এমনটাই সূত্রের খবর। শোনা যাচ্ছে, মন্ত্রিত্ব নিয়ে নতুন ফর্মুলা গ্রহণ করতে পারে জোট সরকার।
মুম্বই: রাত পোহালেই মুখ্যমন্ত্রী পদে শপথ। এদিকে মুখ্যমন্ত্রী কে হবেন, তা-ই এখনও জানা নেই রাজ্যবাসীর। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে সাসপেন্স কাটছেই না। সূত্রের খবর, অবশেষে মুখোমুখি হয়েছেন মহাযুতির দুই নেতা দেবেন্দ্র ফড়ণবীস ও একনাথ শিন্ডে। মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীর পদ নিয়ে তাদের মধ্যে রফা হয়েছে। তবে জট রয়ে গিয়েছে কোন দল কোন মন্ত্রিত্ব পাবে।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদ পাকা দেবেন্দ্র ফড়ণবীসের। দীর্ঘ টালবাহানার পর একনাথ শিন্ডে উপমুখ্যমন্ত্রীর পদে বসতে রাজি হয়েছেন। একই পদ পাবেন মহাযুতির আরেক জোটসঙ্গী অজিত পওয়ার। তবে বাকি মন্ত্রীপদ নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। আজই মহাযুতির তরফে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে।
মঙ্গলবার একনাথ শিন্ডের সঙ্গে দেখা করতে যান বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীস। প্রায় এক ঘণ্টা চলে বৈঠক। এরপরই মুখ্যমন্ত্রী পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয় মহাযুতি, এমনটাই সূত্রের খবর। শোনা যাচ্ছে, মন্ত্রিত্ব নিয়ে নতুন ফর্মুলা গ্রহণ করতে পারে জোট সরকার।
এর আগে মহাযুতির সরকারে বিজেপি ও শিবসেনার ১০ জন করে মন্ত্রী ছিল। অজিত পওয়ারের দলের ৯ জন মন্ত্রী ছিল মন্ত্রিসভায়। সকলে মন্ত্রিপরিষদের মন্ত্রী ছিলেন। এবার নতুন সরকারে বিজেপি থেকে ২০ জন মন্ত্রী থাকতে পারে। শিবসেনার ১৩ জন এবং অজিত পওয়ারের দলের ৯ জন বিধায়ককে মন্ত্রীপদ দেওয়া হতে পারে।
শোনা যাচ্ছে, বিধানসভায় ৫৭টি আসনে জয়ী শিবসেনা ১৩ থেকে ১৬টি মন্ত্রীপদ দাবি করেছে। ১৩টি মন্ত্রীপদ তাদের দেওয়া হতে পারে। এর মধ্যে ৭ জন মন্ত্রিসভায় এবং ৬ জন প্রতিমন্ত্রী হবেন বলে সূত্রের খবর।
এনসিপির ৪১ জন বিধায়ক নির্বাচিত হয়েছেন। অজিত পওয়ারের দেওয়া ফর্মুলা অনুযায়ী, প্রতি ৫ জন বিধায়কে একটি করে মন্ত্রীপদ থাকা উচিত। তবে সূত্রের খবর, অজিত পওয়ারের দলের ৫ জনকে মন্ত্রিসভায় এবং ৪ জনকে প্রতিমন্ত্রী পদে বসানো হতে পারে। মন্ত্রিসভায় মোট ৪৩ জন মন্ত্রী থাকতে পারেন।