Punjab: শিশুর মাথা মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর, শোরগোল হাসপাতালে

Dog carrying infant's head: হাসপাতালের সুপার বিশাল চোপড়া জানান, হাসপাতাল থেকে কোনও নবজাতক নিখোঁজ হয়নি। গত কিছুদিনে হাসপাতালে যেসব শিশুর মৃত্যু হয়েছে, মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর ধারণা, বাইরে থেকে নবজাতকের মৃতদেহ কেউ ফেলে দিয়ে গিয়েছে।

Punjab: শিশুর মাথা মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর, শোরগোল হাসপাতালে
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

Aug 27, 2025 | 3:19 PM

পাটিয়ালা: প্রথমে দেখে চমকে উঠেছিলেন সবাই। কুকুরের মুখে নবজাতকের মাথা। তাও আবার হাসপাতাল চত্বরে। কোথাও থেকে শিশুর মাথা পেল কুকুরটি? সদ্যোজাতর দেহে বাকি অংশ কোথায়? এই নিয়ে শোরগোল পড়ল হাসপাতালে। ঘটনাটি পঞ্জাবের পাটিয়ালার। মঙ্গলবার এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে সবদিক খতিয়ে দেখতে বলেছেন তিনি।

রাজিন্দ্র হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডের সামনে কুকুরটিকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। তার মুখে ছিল এক সদ্যোজাতর মাথা। এই নিয়ে শোরগোল শুরু হয়। পুলিশ জানিয়েছে, কুকুরের মুখ থেকে নবজাতকের মাথা উদ্ধার করে ফরেনসিক টিমের হাতে তুলে দেওয়া হয়েছে। হাসপাতালের সুপার বিশাল চোপড়া জানান, হাসপাতাল থেকে কোনও নবজাতক নিখোঁজ হয়নি। গত কিছুদিনে হাসপাতালে যেসব শিশুর মৃত্যু হয়েছে, মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর ধারণা, বাইরে থেকে নবজাতকের মৃতদেহ কেউ ফেলে দিয়ে গিয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুপার (শহর) পলবিন্দর সিং চিমা বলেন, নবজাতকের মাথা মুখে নিয়ে কুকুরের ঘুরে বেড়ানোর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে। হাসপাতালের মধ্যে থেকে নাকি বাইরে থেকে শিশুটির মাথা কুকুর পেল, তা খতিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষার জন্য নবজাতকের মাথাটি পাঠানো হয়েছে। স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়ে তিনি বলেন, এই ঘটনায় জড়িতরা ছাড় পাবে না। নবজাতকের দেহের বাকি অংশেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।

পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রীও জানিয়েছেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে সবদিক খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে তিনি জানান।