‘আপনাদের হয়ে যাঁরা কথা বলবে তাঁদের বেছে নিন’, দীপ্সিতা-ঐশীর হয়ে ভোট চাইলেন কাফিল

বিধানসভায় এমন প্রার্থীদের পৌঁছে দেওয়া দরকার যাঁরা সাধারণ মানুষের সমস্যার কথাগুলি তুলে ধরতে পারেন। ঠিক এই কারণেই বালিতে দীপ্সিতা এবং জামুড়িয়ায় ঐশীকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন কাফিল।

আপনাদের হয়ে যাঁরা কথা বলবে তাঁদের বেছে নিন, দীপ্সিতা-ঐশীর হয়ে ভোট চাইলেন কাফিল

| Edited By: সুমন মহাপাত্র

Mar 31, 2021 | 11:58 PM

কলকাতা: একুশের ভোট যুদ্ধ শুধু নীলবাড়ি দখলের লড়াই নয়। বরং বাংলায় আগামিদিনের রাজনীতির গতিধারা কোন পথে বইবে, তা নির্ধারনের লড়াই। এই যুদ্ধের ময়দানে এক প্রান্তে যেমন উঠেছে সোনার বাংলার সুর, অন্যদিকে হাতিয়ার করা হয়েছে বাংলার আবেগ ও বাঙালির অস্মিতাকে। কিন্তু এই ‘খেলার মাঠেই’ আরেক পক্ষ রুজি-রুটি এবং কর্মসংস্থানের দাবিতে একঝাঁক তরুণ মুখের উপর ভরসা রেখে নেমেছে। সেই ইয়ং ব্রিগেডের অন্যতম দুই সৈনিক হলেন দীপ্সিতা ধর (Dipshita Dhar) ও ঐশী ঘোষ (Aishe Ghosh)। এই দু’জনকে জয়যুক্ত করার সমর্থনেই এ বার একটি ভিডিয়ো বার্তা দিলেন গোরক্ষপুর হাসপাতালকাণ্ডে শিরোনামে উঠে আসা চিকিৎসক কাফিল খান (Kafeel Khan)।

বিধানসভা ভোটে বাম-কংগ্রেস-আইএসএফ নিয়ে গঠিত সংযুক্ত মোর্চা ‘কিংমেকার’ হতে পারবে কি না সেটা ২ মে বোঝা যাবে। তবে বিধানসভায় এমন প্রার্থীদের পৌঁছে দেওয়া দরকার যাঁরা সাধারণ মানুষের সমস্যার কথাগুলি তুলে ধরতে পারেন। ঠিক এই কারণেই বালিতে দীপ্সিতা এবং জামুড়িয়ায় ঐশীকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন কাফিল। তাঁর কথায়, “আপনাদের কাছে আবেদন, মুখ্যমন্ত্রী যে-ই হন না কেন, কখনও এমন মানুষকে বেছে নেওয়া উচিত যাঁরা আপনাদের কণ্ঠস্বর এবং আপনাদের সমস্যার কথা বিধানসভায় জোর গলায় বলতে পারবে। আপনাদের সমস্যাগুলি নিয়ে যাঁরা কাজ করতে পারবে।”

দীপ্সিতার সঙ্গে কাফিলের পরিচয় অবশ্য নতুন নয়। উত্তর প্রদেশের বিআরডি হাসপাতালে ঘটে যাওয়া শিশুমৃত্যুর মর্মান্তিক ঘটনার সময় থেকেই কাফিলের সঙ্গে যোগাযোগ ছিল বালির বাম প্রার্থীর। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পাঠরতা দীপ্সিতা এবং ঐশী যেভাবে নিজেদের রক্ত-ঘাম ঝরিয়ে একাধিক ইস্যুতে রুখে দাঁড়িয়েছেন, তা মুগ্ধ করেছে কাফিলকে। দীপ্সিতাকে নিয়ে তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে ওঁকে শেষ তিন-চার বছর ধরে চিনি। আমার সমর্থনেও সে বহুবার সরব হয়েছিল।”

আরও পড়ুন: বারংবার ‘হামলা’র জের, মীনাক্ষীর নিরাপত্তা বাড়াল কমিশন

কাফিলের আরও সংযোজন, “আমি দুই কন্যাকেই দেখেছি, এইটুকু বয়স থেকেই তাঁরা যেভাবে দেশ ঘটে চলা অরাজকতার বিরুদ্ধে লাগাম টানার উদ্যম দেখিয়েছেন, এবং খেটে চলেছেন, তাই আমি হাত জোড় করে আবেদন এই জানাচ্ছি। এঁদের নির্বাচিত করুন যাতে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমার আহ্বান, পশ্চিমবঙ্গ যেন সাম্প্রদায়িক রাজনীতির উর্ধ্বে উঠে ভোট দিয়ে ওঁদের জেতায়।”

ডা. কাফিল খানের এহেন সমর্থন পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দীপ্সিতা। এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “উত্তরপ্রদেশের পুলিশ যখন থেকে কাফিল খানকে গ্রেফতার করে, তখন থেকেই আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি। উনি যখন আমাদের হয়ে কথা বলেছেন তখন তাঁর সঙ্গে আস্তে আস্তে যোগাযোগ গড়ে উঠেছে। ভয়ঙ্কর অগণতান্ত্রিক পরিস্থিতিতে কীভাবে তরুণদের লড়াই করা উচিত, সে বিষয়ে তিনি কথা বলেন। এ ভাবেই রাজনৈতিক সম্পর্ক। পরবর্তীকালে ব্যক্তিগত ক্ষেত্রেও সম্পর্ক গড়ে উঠেছে। তাই কাফিল ভাই নিজে থেকেই এই ভিডিয়ো পাঠিয়েছেন।”

আরও পড়ুন: দীপ্সিতার ‘ভোটের গান’-এ কণ্ঠ মাসির ছেলে শোভন গাঙ্গুলির