
নয়া দিল্লি: ভারতীয় সেনাবাহিনী প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে অনেক। যে কোনও ঘটনা ঘটে যাওয়ার আগে যাতে লড়াই করে ধ্বংস করা যায়, তার জন্য় এবার জলের নীচে AUV-এর সফল পরীক্ষা করল ডিআরডিও (DRDO)।
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) জলে অটোনমাস আন্ডারওয়াটার ভেহিকেল (AUV) সফলভাবে পরীক্ষা করেছে। এই AUV-র উদ্দেশ্য হল সমুদ্রে নজরদারি চালানো। একাধিক পরীক্ষার পর, দেখা গিয়েছে যে AUV কোনও বাধা ছাড়াই সঠিকভাবে কাজ করছে।
এই নতুন আন্ডারওয়াটার ভেহিকেল (AUV) ভারতীয় নৌবাহিনী এবং উপকূলীয় নিরাপত্তার জন্য একটি বড় ভূমিকা নিচ্ছে। এর ফলে সমুদ্রে শত্রুর কার্যকলাপ পর্যবেক্ষণ করা, উদ্ধার অভিযান চালানোর ক্ষেত্রে সুবিধা হবে।
অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেল অর্থাৎ AUV হল এমন একটি যান, যা জলের নীচে কোনও ড্রাইভার ছাড়াই চলতে পারে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি নিজের গভীরতা এবং দিক নিজেই নির্ধারণ করতে পারে। এটি মূলত সামুদ্রিক নজরদারির জন্য ব্যবহৃত হয়। নৌবাহিনীর চাহিদার কথা মাথায় রেখে এই নতুন যানটি তৈরি করা হয়েছে।
বিশ্বের মাত্র কয়েকটি দেশে এই ধরণের প্রযুক্তি রয়েছে। সেই তালিকায় এবার জায়গা পেল ভারতও। জলের নীচে থাকাকালীন নৌঘাঁটির সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারে এটি। এটি এতই শান্তভাবে চলে যে কেউ এটি শনাক্তও করতে পারে না।