‘মহিলাদের অনুপ্রাণিত করবে’, আজ ‘ডুয়োলগ NXT’-র শেষ এপিসোডে পূজা জৈন গুপ্তা

Duologue NXT Season One Finale: 'ডুয়োলগ NXT'-এ টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস যেভাবে অতিথিদের প্রশ্ন করেন, যেভাবে শো উপস্থাপনা করেন, তাতে মুগ্ধ পূজা। বলেন, "বরুণ অনবদ্য। আমি এই শোতে এসে মুগ্ধ। আমার বিশ্বাস, অনেক মহিলা যাঁরা নিজের মতো কিছু করছেন, তাঁরা এই শো দেখে অনুপ্রাণিত হবেন।"

মহিলাদের অনুপ্রাণিত করবে, আজ ডুয়োলগ NXT-র শেষ এপিসোডে পূজা জৈন গুপ্তা
আজ ডুয়োলগ NXT-র প্রথম সিজনের শেষ এপিসোডImage Credit source: TV9 Bangla

Oct 15, 2025 | 6:54 PM

নয়ডা: দর্শকদের মন জয় করেছিল তাঁর ‘ডুয়োলগ উইথ বরুণ দাস’। তিনটি সিজন-ই উচ্চ প্রশংসিত হয়েছিল। দর্শকমনে একইরকম ছাপ ফেলেছে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের ‘ডুয়োলগ NXT’ শো। তাঁর অনন্য উপস্থাপনায় বিভিন্ন ক্ষেত্রের সফল নারীরা তাঁদের লড়াই, উত্তরণের কাহিনি তুলে ধরেছেন এই শোতে। সেই ‘ডুয়োলগ NXT’-র প্রথম সিজনের আজ (১৫ অক্টোবর) শেষ এপিসোড। এদিনের এই এপিসোডে থাকছেন লাক্সর রাইটিং ইনস্ট্রুমেন্টসের ম্যানেজিং ডিরেক্টর পূজা জৈন গুপ্তা। টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও-র সঙ্গে আলাপচারিতায় নেতৃত্ব নিয়ে তাঁর বিশ্বাসের কথা তুলে ধরেছেন পূজা জৈন গুপ্তা।

১৯৬৩ সালে লাক্সর গ্রুপে প্রতিষ্ঠা করেন পূজার বাবা প্রয়াত ডি কে জৈন। কলম-সহ লেখার সরঞ্জাম তৈরিতে আজ বড় ব্র্যান্ড লাক্সর। কীভাবে তাঁর বাবার দূরদৃষ্টি লাক্সর গ্রুপকে সাফল্যের শিখরে নিয়ে যায়, টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও-র সঙ্গে আলাপচারিতায় তুলে ধরেন পূজা। পরম্পরা বজায় রাখার ক্ষেত্রে তাঁর মায়ের ভূমিকার কথাও তুলে ধরেন। পূজা বলেন, “আমার হিরো ও মেন্টর ছিলেন আমার বাবা। প্রতিকূলতা সহ্য করে কীভাবে ফিরে আসা যায়, তাঁর কাছ থেকে শিখেছি। সেটাই আমাকে যেকোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে। আর আমি যখন হোঁচট খাই, তখন মা আমাকে এটা বলে শক্তি জোগান যে লাক্সর সবসময় সবার আগে।”

নেতৃত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন পূজা। এই ডিজিটাল যুগেও নির্ভীকভাবে নতুন কিছু উদ্ভাবনে ঝাঁপিয়ে পড়েন। ডিজিটাইজেশনের সময়েও আত্ম-প্রকাশের জন্য লেখার চল রয়ে যাবে বলে আত্মবিশ্বাসী তিনি। AI-র এই অগ্রগতির সময়ও তা কখনও বিবর্ণ হবে না বলে তাঁর বিশ্বাস। নিজের সম্পর্কে তিনি বলেন, “আমি সচেতনভাবে আলাদা হওয়ার চেষ্টা করিনি। আমার হৃদয় ও মনকে এক জায়গায় রেখে যেটা সঠিক বলে মনে হয়, সেটাই বলি।”

‘ডুয়োলগ NXT’-এ টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস যেভাবে অতিথিদের প্রশ্ন করেন, যেভাবে শো উপস্থাপনা করেন, তাতে মুগ্ধ পূজা। বলেন, “বরুণ অনবদ্য। আমি এই শোতে এসে মুগ্ধ। আমার বিশ্বাস, অনেক মহিলা যাঁরা নিজের মতো কিছু করছেন, তাঁরা এই শো দেখে অনুপ্রাণিত হবেন।”

পূজা জৈন গুপ্তার সঙ্গে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও-র ‘ডুয়োলগ NXT’-র এই পুরো এপিসোডটি আজ (১৫ অক্টোবর) শুধুমাত্র নিউজ৯-এ রাত সাড়ে দশটায় দেখুন। ইউটিউব চ্যানেল @Duologuewithbarundas এবং নিউজ৯ প্লাস অ্যাপে দেখতে পাবেন। এই এপিসোড নিশ্চিতভাবে দর্শকদের অনুপ্রাণিত করবে।