AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED Raid: পিএইচই-তে দুর্নীতি! প্রাক্তন মুখ্যমন্ত্রী-ঘনিষ্ঠকে তুলে নিয়ে গেল ইডি

ED Raid: এই কংগ্রেস নেতা কিন্তু প্রাক্তন মুখ্য়মন্ত্রী অশোক গেহলত ঘনিষ্ঠ। জানা গিয়েছে, জয়পুরের তাঁর বাড়িতে ঘণ্টা খানেক জিজ্ঞাসাবাদের পর তৈরি হওয়া অসঙ্গতিকে ঘিরেই তাকে গ্রেফতার করেন তদন্তকারীরা। কিন্তু প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কী এমন অভিযোগ রয়েছে?

ED Raid: পিএইচই-তে দুর্নীতি! প্রাক্তন মুখ্যমন্ত্রী-ঘনিষ্ঠকে তুলে নিয়ে গেল ইডি
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Apr 24, 2025 | 8:37 PM
Share

জয়পুর: তাদের সময় কেটেছে। ২০২৩ সালে রাজস্থানে ক্ষমতা হারিয়েছে কংগ্রেস। শাসনভার পেয়েছে বিজেপি। তারপরেই রাজ্য জুড়ে শুরু অ্যাকশন। বৃহস্পতিবার, সেই অ্যাকশনে নেমেই কংগ্রেস নেতা তথা সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মহেশ যোশীকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা।

এই কংগ্রেস নেতা কিন্তু প্রাক্তন মুখ্য়মন্ত্রী অশোক গেহলত ঘনিষ্ঠ। জানা গিয়েছে, জয়পুরের তাঁর বাড়িতে ঘণ্টা খানেক জিজ্ঞাসাবাদের পর তৈরি হওয়া অসঙ্গতিকে ঘিরেই তাকে গ্রেফতার করেন তদন্তকারীরা। কিন্তু প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কী এমন অভিযোগ রয়েছে? জানা গিয়েছে, পিএইচই-এর দায়িত্বে থাকাকালীন প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ ওঠে।

সেই ভিত্তিতে গত নভেম্বরে যোশী-সহ আরও ২২ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় রাজস্থানের দুর্নীতি দমনকারী শাখা। বরাতে দুর্নীতি-সহ দফতরের তহবিলে তছরূপের মতো একাধিক অভিযোগ উঠেছে প্রাক্তন এই মন্ত্রীর বিরুদ্ধে। পরবর্তীতে এই মামলার আর্থিক জালিয়াতির তদন্তভার নিজেদের কাঁধে তুলে নেন ইডি আধিকারিকরা। সেই ভিত্তিতে শুরু হয় চিরুনি তল্লাশি। একাধিক মধ্যস্থতাকারী ও জল জীবন মিশনের বরাত পাওয়া ব্যবসায়ীদের তলব করে তদন্তকারী। সেই সূত্র ধরেই উঠে আসে যোশীর নাম। এরপর প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হানা দেয় তারা। চলে জিজ্ঞাসাবাদ। শেষমেশ গ্রেফতার হন মন্ত্রী।