ED seizes cryptocurrency: ইডির জালে ১৬৪৬ কোটির ক্রিপ্টোকারেন্সি, এতবড় সাফল্য এই প্রথম

ED seizes cryptocurrency: ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের জানুয়ারির মধ্যে এই প্রতারণা হয়েছিল বলে অভিযোগ। ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিনিয়োগকারীরা এই প্রতারণার শিকার হন। মাসে ৪০ শতাংশ লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিনিয়োগকারীদের।

ED seizes cryptocurrency: ইডির জালে ১৬৪৬ কোটির ক্রিপ্টোকারেন্সি, এতবড় সাফল্য এই প্রথম
প্রতীকী ছবি

Feb 17, 2025 | 10:16 PM

আহমেদাবাদ: দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। নগদ টাকা বাজেয়াপ্তর সেই ছবি অনেকবার সামনে এসেছে। এবার ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করল ইডি। তা-ও এক-দুই কোটি টাকা নয়। একেবারে ১৬৪৬ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করল তারা। এত কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি এর আগে বাজেয়াপ্ত হয়নি।

জানা গিয়েছে, ২২ হাজার ৫০০ কোটি টাকার বিনকানেক্ট কেলেঙ্কারির তদন্তে নেমে এই বিপুল অঙ্কের ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করেছে ইডি। সুরাটের সিআইডি ক্রাইম পুলিশ স্টেশনে একটি এফআইআরের ভিত্তিতে প্রিভেনশন অব মানিলন্ড্যারিং অ্যাক্টে তদন্ত শুরু করেছিল ইডি।

২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের জানুয়ারির মধ্যে এই প্রতারণা হয়েছিল বলে অভিযোগ। ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিনিয়োগকারীরা এই প্রতারণার শিকার হন। মাসে ৪০ শতাংশ লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিনিয়োগকারীদের। গত ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত গুজরাটের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইডি ১৩ লক্ষ ৫০ হাজার নগদ টাকাও বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি দামি গাড়ি ও ডিজিটাল ডিভাইস। এই মামলায় এর আগে ৪৮৯ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি।