Explained: আধার-ভোটার-রেশন আর কোনওটাই চলবে না!

Election Commission: তাও আবার ঘুরপথে। বিজেপিকে কাঠগড়ায় তুলে তাঁর সাফ কথা, বাংলাকে প্রথম টার্গেট করা হচ্ছে। এরপর এক এক করে বাকি সব রাজ্যকে ক্যাপচার করে নেওয়া হবে। আর এই কাজে বিহারকে সামনে রাখছে কেন্দ্র। বিজেপির কথায় কি ফের NRC চালুর চেষ্টা হচ্ছে নির্বাচন কমিশন?

Explained: আধার-ভোটার-রেশন আর কোনওটাই চলবে না!
Image Credit source: Tv9 Graphics

|

Jul 26, 2025 | 4:19 PM

নয়াদিল্লি: যখন জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে রাজনীতি চড়েছিল, সেই সময়কালে একটা প্রশ্ন বারংবার মাথায় চাড়া দিতে দেখা গিয়েছিল, তা হল ভারতের নাগরিক কে? রাজনৈতিক মহল বলছে, এনআরসি এখন হিমঘরে। কিন্তু নাগরিকত্ব প্র্রসঙ্গ তা এখনও পিছু ছাড়েনি। বিহারে বিশেষ ও নিবিড় সমীক্ষা শুরুর পর থেকেই গোলকধাঁধায় আটকে পড়ার মতো সেই প্রশ্ন যেন আবার ভেসে উঠেছে সকলের সামনে। তবে এবার অন্য কায়দায়। ভারতের নাগরিক কে? বর্তমান সময়ে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর থাকা প্রয়োজন। সংবিধান বলছে, নাগরিক বলে কিছু নেই। বরং একাধিক শর্ত রয়েছে যা একজন ব্যক্তিকে ভারতের নাগরিক করে তোলে। আর...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন