
নয়াদিল্লি: যখন জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে রাজনীতি চড়েছিল, সেই সময়কালে একটা প্রশ্ন বারংবার মাথায় চাড়া দিতে দেখা গিয়েছিল, তা হল ভারতের নাগরিক কে? রাজনৈতিক মহল বলছে, এনআরসি এখন হিমঘরে। কিন্তু নাগরিকত্ব প্র্রসঙ্গ তা এখনও পিছু ছাড়েনি। বিহারে বিশেষ ও নিবিড় সমীক্ষা শুরুর পর থেকেই গোলকধাঁধায় আটকে পড়ার মতো সেই প্রশ্ন যেন আবার ভেসে উঠেছে সকলের সামনে। তবে এবার অন্য কায়দায়। ভারতের নাগরিক কে? বর্তমান সময়ে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর থাকা প্রয়োজন। সংবিধান বলছে, নাগরিক বলে কিছু নেই। বরং একাধিক শর্ত রয়েছে যা একজন ব্যক্তিকে ভারতের নাগরিক করে তোলে। আর...