Chhattisgarh Encounter: ছত্তীসগঢ়ের জঙ্গলমহলে মাওবাদী দমনে অভিযান যৌথ বাহিনীর, চলছে গুলির লড়াই
Security Forces: এই এনকাউন্টারের বিষয়ে বস্তারের ইনস্পেক্টর জেনারাল পি সুন্দররাজ বলেন, “বিজাপুর জেলায় বাসাগুড়া-পামেড়-উসর জংশনে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই চলছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঠিক রয়েছেন। এই অভিযান শেষ হলে মাওবাদীদের ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে। এই অভিযান শেষ হলে এর ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হবে।”
বিজাপুর: ছত্তীসগঢ়ের জঙ্গল এলাকায় মাওবাদী দমন অভিযানে নেমেছে নিরাপত্তারক্ষী বাহিনী। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে। ছত্তীসগঢ়ের বিজাপুর ও সুকমা জেলার সীমানা এলাকার জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলছে। মধ্য প্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স ও সিআরপিএফ-এর অধীনস্থ বিশেষ কোবরা বাহিনী যৌথ অভিযানে নেমেছে ওই এলাকায়। সেই অভিযানের সময়ই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলছে।
এই এনকাউন্টারের বিষয়ে বস্তারের ইনস্পেক্টর জেনারাল পি সুন্দররাজ বলেন, “বিজাপুর জেলায় বাসাগুড়া-পামেড়-উসর জংশনে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই চলছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঠিক রয়েছেন। এই অভিযান শেষ হলে মাওবাদীদের ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে। এই অভিযান শেষ হলে এর ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হবে।”
প্রসঙ্গত, ৫ জুন সোমবার ছত্তীসগঢ়ের সুকমা জেলা থেকে এক মাওবাদীকে গ্রেফতার করে পুলিশ। সোনি দেবা ওরফে সুনীল নামে পরিচিত সেই মাওবাদী সদস্যকে জাগারগুন্দা থানার অন্তর্গত সুরপানগুড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়ে। তার বিরুদ্ধে ২৪টিও বেশি মামলা রয়েছে। তার মাথার দাম আগেই এক লক্ষ টাকা রেখেছিল পুলিশ। কোবরা ও এসটিএফ-এর যৌথ অভিযানেই গ্রেফতার হয় ওই মাওবাদী। সুকমার পুলিশ সুপার এই গ্রেফতারির কথা জানিয়েছিলেন। গত কয়েক দিন ধরেই ছত্তীসগঢ়, মধ্য প্রদেশ সীমান্ত লাগোয়া জঙ্গল এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। বুধবারের অভিযানও তারই অঙ্গ বলে জানিয়েছে পুলিশ।