নয়া দিল্লি: গরুপাচার মামলায় (Cow Smuggling Case) বুধবার গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। দুপুর ১২টার পরে প্রবর্তন ভবনে ইডির (Enforcement Directorate) অফিসে পৌঁছন কেষ্টকন্যা। এদিন দফায় দফায় সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করেন ইডির গোয়েন্দারা। বার বার হাজিরা এড়ানো সুকন্যার জন্য আজ চোখা চোখা প্রশ্ন সাজিয়ে রেখেছিলেন তদন্তকারী অফিসাররা। এদিন ইডির জিজ্ঞাসাবাদের সময়ে বেশ কিছু প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অনুব্রত কন্যা। সূত্রের খবর, কখনও তিনি বলেন শারীরিক অবস্থা ঠিক নেই, আবার কখনও বলেন জানি না। ইডি সূত্রে খবর, এদিন সুকন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত ছিলেন ইডির মহিলা অফিসাররা। জানা যাচ্ছে, বীরভূমের আড়াই কোটি টাকা মূল্যের একটি সম্পত্তির তথ্য রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। সেই বিষয়ে সুকন্যাকে প্রশ্ন করা হলে, প্রথমে তিনি এই বিষয়ে জানেন না বলেন।
পরে আবার দ্বিতীয় বার সেই নিয়ে প্রশ্ন করা হয়। ওই আড়াই কোটি টাকার সম্পত্তির রেজিস্ট্রেশন কপিতে কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডলের সই দেখিয়েও প্রশ্ন করা হয়। কিন্তু সুকন্যা ওই রেজিস্ট্রেশন কপিতে নিজের সই অস্বীকার করেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বেশ কিছু নথি ইতিমধ্যেই ইডির হাতে এসেছে। সেখানে কোটি কোটি টাকা জমা পড়েছে বলে ইডি সূত্রে খবর। এমনকী বিদেশ থেকেও টাকা এসেছে বলে খবর। কিন্তু ইডি সূত্রে খবর, এদিন সুকন্যাকে সেই সব বিষয়ে প্রশ্ন করা হলে, তাঁর দাবি তিনি কিছুই জানেন না। দফায় দফায় জিজ্ঞাসাবাদের সময় বার বার সুকন্যার বয়ানে অসঙ্গতি ধরা পড়েছে বলে ইডি সূত্রে খবর। শেষ পর্যন্ত তদন্তে অসহযোগিতার অভিযোগে সুকন্যাকে এদিন সন্ধেয় গ্রেফতার করে ইডি।
উল্লেখ্য, ২০২২ সালের ১১ অগস্ট সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল। তারপর থেকে সাড়ে আট মাস পেরিয়ে এবার ইডির হাতে গ্রেফতার হলেন কেষ্টকন্যা সুকন্যা। সন্ধেয় গ্রেফতারির পর ইতিমধ্যেই তাঁকে দিল্লির আরএমএল হাসপাতাল থেকে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে আবার প্রবর্তন ভবনে নিয়ে আসা হয়েছে তাঁকে। আজকের রাত্রিটা ইডির অফিসেই থাকতে হবে সুকন্যাকে। আগামিকাল দিল্লির রাউজ এভিনিউ কোর্টে তাঁকে পেশ করতে পারে ইডি।