কুলগাম: জঙ্গি হামলায় মৃত্যু হল এক প্রাক্তন সেনাকর্মীর। জখম হয়েছেন ওই প্রাক্তন সেনাকর্মীর স্ত্রী ও কন্যা। মৃতের নাম মনজুর আহমেদ ওয়াগয়। সোমবার এই জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায়।
পুলিশ জানিয়েছে, বেহিবাগ এলাকায় মনজুর ও তাঁর স্ত্রী-কন্যার উপর হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলি চালায়। হামলার পর পালিয়ে যায় জঙ্গিরা। জখম প্রাক্তন সেনাকর্মী ও তাঁর স্ত্রী-কন্যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মৃত্যু হয় মনজুরের। জানা গিয়েছে, তাঁর তলপেটে গুলি লেগেছিল। মনজুরের স্ত্রী ও কন্যার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁদের পায়ে গুলি লেগেছিল।
জঙ্গি হামলার পরই পুলিশ, আধা সামরিক বাহিনী ও সেনা জওয়ানরা এলাকাটি ঘিরে ফেলেছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনী। জঙ্গিরা কেন ওই প্রাক্তন সেনাকর্মীর উপর হামলা চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ।
গত ১৯ জানুয়ারি সোপোর এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক সেনা জওয়ান প্রাণ হারান। সেখানে জঙ্গি ঘাঁটির খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলেছিল যৌথ বাহিনী। রাতভর নজর রাখার পর পরদিন সকালে তল্লাশি শুরু করেছিল। সেইসময় গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জবাব দেয় নিরাপত্তাবাহিনী। সেইসময় জখম হন ওই সেনা জওয়ান। তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়।
তার আগে গত বছরের অক্টোবরে গুলমার্গে সেনার গাড়িতে জঙ্গিরা হামলা চালালে দুই সেনা জওয়ান ও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়।