Former IAS officer in Controversy: পূজার পর বিতর্কে অভিষেক, কে এই প্রাক্তন IAS অফিসার?

Jul 15, 2024 | 7:54 PM

Former IAS officer in Controversy: ২০২৩ সালের ফেব্রুয়ারিতে উত্তর প্রদেশের রাজস্ব দফতরের আধিকারিক থাকাকালীন একবার বিতর্কে জড়িয়েছিলেন অভিষেক। সরকারি অনুমোদন ছাড়াই ছুটিতে চলে গিয়েছিলেন। উত্তর প্রদেশে সরকার তাঁকে সাসপেন্ড করে। তার আগে ২০২২ সালের নভেম্বরেও একবার সংবাদ শিরোনামে উঠে এসেছিল তাঁর নাম।

Former IAS officer in Controversy: পূজার পর বিতর্কে অভিষেক, কে এই প্রাক্তন IAS অফিসার?
প্রাক্তন IAS অভিষেক সিং

Follow Us

নয়াদিল্লি: একজন ট্রেনি IAS। অন্যজন গতবছর IAS-র চাকরি ছেড়েছেন। প্রথমজনকে নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর এবার বিতর্কে দ্বিতীয়জন। প্রথমজন মহারাষ্ট্রের ট্রেনি IAS পূজা খেড়কর। আর দ্বিতীয়জন হলেন প্রাক্তন IAS অভিষেক সিং। বছর এগারো IAS হিসেবে কাজ করার পর গতবছরই যিনি চাকরি ছেড়েছেন। নিজের ‘স্বপ্ন’ পূরণের চেষ্টা করছেন। কিন্তু, হঠাৎ অভিষেককে নিয়ে বিতর্ক কেন? পূজা খেড়করের ঘটনার সঙ্গে তাঁর কি কোনও যোগ রয়েছে? কে এই প্রাক্তন আইএএস?

গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে ট্রেনি IAS পূজা। মহারাষ্ট্রের ট্রেনি এই IAS-র নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। ওবিসি নন-ক্রিমি লেয়ার ক্যাটেগরিতে পরীক্ষা দেন তিনি। পরিবারের আয় বছরে আট লক্ষের কম হলেই এই শংসাপত্র পাওয়া যায়। সেখানে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় পূজার বাবা প্রাক্তন IAS দিলীপ খেড়কর জানিয়েছেন, বছরে তাঁর আয় ৪৯ লক্ষ টাকা। শুধু তাই নয়, নির্বাচন প্রক্রিয়ায় ছাড় পেতে নিজেকে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী বলে দাবি করেছিলেন পূজা। জানিয়েছিলেন, তাঁর দৃষ্টিতে সমস্যা রয়েছে। পূজার এই শারীরিক প্রতিবন্ধকতা শংসাপত্র নিয়ে বিতর্ক বাধার পরই উঠে আসে অভিষেক সিংয়ের নাম।

অভিষেক সিং কে?

অভিষেক সিং ২০১১ ব্যাচের উত্তর প্রদেশ ক্যাডারের আইএএস অফিসার। তাঁর বাবা একজন IPS অফিসার ছিলেন। UPSC পরীক্ষার সময় নিজের শারীরিক প্রতিবন্ধকতার কথা জানিয়েছিলেন অভিষেক। তিনি জানিয়েছিলেন, লোকোমোটর অক্ষমতা রয়েছে তাঁর। অর্থাৎ অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনে সমস্যা রয়েছে। অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়ায় ছাড় পেতে শারীরিক প্রতিবন্ধকতার কথা বলেছিলেন অভিষেক। পূজা খেড়করকে নিয়ে বিতর্কের মধ্যে সোশ্যাল মিডিয়ায় অভিষেকের শরীরচর্চা ও নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে। তারপরই তাঁকে আক্রমণ করেন অনেকে। তাঁর শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

বিতর্ক শুরু হতেই অবশ্য জবাব দিয়েছেন অভিষেক। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সংরক্ষণের পক্ষে তিনি আওয়াজ তোলার পরই তাঁকে আক্রমণ শুরু হয়েছে। একজন সাধারণ ক্যাটেগরির ছেলে কী করে সংরক্ষণের পক্ষে আওয়াজ তুলছেন, তা সংরক্ষণ-বিরোধীদের সহ্য হচ্ছে না।” তাঁর বাবা আইপিএস হওয়ায় ইউপিএসসি-র নির্বাচন প্রক্রিয়ায় সাহায্য পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগ খারিজ করে দিলেন অভিষেক। বলেন, “আমার বাবা গরিব পরিবার থেকে উঠে এসেছেন। পিপিএস অফিসার (স্টেট সিভিল সার্ভিসের অফিসার) থেকে পদোন্নতি পেয়ে আইপিএস হয়েছেন। আমার ছোট বোন ও ভাই ইউপিএসসি-র জন্য প্রস্তুতি নিয়েছিল। তারা সফল হয়নি। আমার পরিবারের আরও সাতজন চেষ্টা করেছিলেন। আমিই একমাত্র IAS হয়েছি।”

একাধিকবার বিতর্কে জড়িয়েছেন অভিষেক-

২০২৩ সালের ফেব্রুয়ারিতে উত্তর প্রদেশের রাজস্ব দফতরের আধিকারিক থাকাকালীন একবার বিতর্কে জড়িয়েছিলেন অভিষেক। সরকারি অনুমোদন ছাড়াই ছুটিতে চলে গিয়েছিলেন। উত্তর প্রদেশে সরকার তাঁকে সাসপেন্ড করে। তার আগে ২০২২ সালের নভেম্বরেও একবার সংবাদ শিরোনামে উঠে এসেছিল তাঁর নাম। গুজরাটে বিধানসভা নির্বাচনের সময় সাধারণ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন তিনি। সরকারি গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। এই নিয়ে বিতর্ক বাধার পর পর্যবেক্ষকের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন।

এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর গুজরাট বিধানসভা নির্বাচনের দায়িত্ব থেকে সরানো হয়েছিল অভিষেক সিংকে

অভিনয়কে পেশা করার স্বপ্ন-

IAS থাকাকালীন ২০২০ সালে তিনি একটি শর্ট ফিল্মে অভিনয় করেন। নেটফ্লিক্সের একটি সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায়ও দেখা যায় তাঁকে। অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণের জন্য গত বছর IAS চাকরি ছেড়ে দেন অভিষেক। তাঁকে কয়েকটি মিউজিক ভিডিয়োয় দেখা গিয়েছে। যেখানে সানি লিওন, আদা শর্মার মতো অভিনেত্রীরা রয়েছেন। সিনেমায়ও হাতেখড়ি হতে চলেছে অভিষেকের। ‘মা কালী’ নামে একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন প্রাক্তন এই IAS। সিনেমায় স্বপ্ন পূরণের আগে নতুন বিতর্কে জড়ালেন। এর জল কতদূর গড়ায়, সেটাই দেখার।

Next Article