Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video:ডিভোর্সের মামলা চলছে, একটা শব্দ বলতেই থানাতেই বরকে দুমাদ্দুম পেটালেন বক্সার স্ত্রী!

Viral Video: স্বামীর উপর চড়াও হয়ে তাঁকে মারতে দেখা যায় সুইটিকে। পুরো ঘটনাটিই ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। সম্প্রতি তারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। জানা গিয়েছে ঘটনাটি ঘটে ১৫ মার্চ একটি হরিয়ানার হিসার এলাকার একটি থানার ভিতরে।

Viral Video:ডিভোর্সের মামলা চলছে, একটা শব্দ বলতেই থানাতেই বরকে দুমাদ্দুম পেটালেন বক্সার স্ত্রী!
Follow Us:
| Updated on: Mar 25, 2025 | 6:26 PM

তাঁর একটা পাঞ্চেই ধরাশায়ী হয়ে পড়ে প্রতিপক্ষ। এবার সেই পাঞ্চের স্বাদ নিলেন স্বয়ং তাঁর স্বামীই। তিনি হলেন প্রাক্তন বক্সার সুইটি বুরা। হয়েচগেন বিশ্ব চ্যাম্পিয়নও। তাঁর স্বামী কবাডি প্লেয়ার দীপক নিবাস হুডা। নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় বিবাহ-বিচ্ছেদের পথে হেঁটেছেন সুইটি এবং দীপক। সেই বিবাহ-বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন নিজের স্বামীর উপর চড়াও হয়ে তাঁকে মারতে দেখা যায় সুইটিকে। পুরো ঘটনাটিই ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। সম্প্রতি তারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। জানা গিয়েছে ঘটনাটি ঘটে ১৫ মার্চ একটি হরিয়ানার হিসার এলাকার একটি থানার ভিতরে।

আগে সুইটি নিজের স্বামীর বিরুদ্ধে পণ নিয়ে হয়রানি এবং নির্যাতন করার অভিযোগ তুলে বিবাহ-বিচ্ছেদ চায়। ভাইরাল ভিডিয়োয় দেখা যায় সুইটি কথাকাটির মাঝে রেগে গিয়ে নিজের স্বামীর উপর চেপে বসে এবং তাঁর টুঁটি টিপে ধরে। এরপর পরিবারের সদস্যরা তাঁদের জোর করে ছাড়িয়ে দিলেও থানার মধ্যে তখনও কথা-কাটাকাটি চলতে থাকে।

সুইটির স্বামী দীপক এশিয়াডে কবাডি খেলায় ব্রোঞ্জ পেয়েছেন। সেই দীপক এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পণ নিয়ে চাপ দেওয়া এবং নির্যাতন করার অভিযোগ এনে এফআইআর করেন সুইটি। ২০২২ সালে দুজনে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিল।\

হিসার মহিলা থানার এসএইচও সীমা বলেন,”সুইটি বুরার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী দীপক হুডার বিরুদ্ধে ২৫ ফেব্রুয়ারি একটি এফআইআর দায়ের করা হয়।”

তিনি আরও জানান যে পুলিশের তরফে নিজের পক্ষের কথা জানানোর জন্য দীপককে ২-৩ বার নোটিস দেওয়া হলেও ওঁ আসেননি। পুলিশ যখন দীপকের কাছে যায় উনি জানান শারীরিক অসুস্থতার জন্য থানায় হাজিরা দিতে পারেননি তিনি। দীপক জানান যে তিনি মেডিক্যাল সার্টিফিকেট জমা দিয়েছেন।

সুইটির দাবি বিয়েতে পণ হিসাবে একটি বিলাসবহুল গাড়ি চাওয়া হয়েছিল। যা দেওয়ায় হয়েছিল। তবে এখানেই শেষ নয়। এরপরেই আরও টাকা চাইতে থাকেন দীপক এমনকি সুইটির গায়ে হাত তুলত তাঁর স্বামী।

ভারতীয় ন্যায় সংহিতার ৮৫ ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে। যা কোনও মহিলার স্বামী বা স্বামীর আত্মীয়ের দ্বারা নিষ্ঠুরতার শিকার হওয়ার সঙ্গে সম্পর্কিত।

২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে রোহতক জেলার মেহম আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে লড়েন দীপক তবে পরাজিত হন। ২০১৬ সালে দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণপদক এবং ২০১৪ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় কাবাডি দলের সদস্য ছিলেন তিনি। খেলেছেন প্রো কাবাডি লীগেও।