
রাজনৈতিক নেতা কিংবা মাফিয়া নয়, এক বিচারপতির বাড়িতে গুচ্ছ গুচ্ছ টাকার নোটের বান্ডিল দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা দেশ। আবারও আলোচনার শীর্ষে সেই বিচারপতি যশবন্ত ভার্মা। উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের ইস্তফা দেওয়ার পিছনেও বিচারপতি ভার্মার নাম উঠে আসছে। বিরোধীদের স্বাক্ষর করা ইমপিচমেন্টে সম্মতি দিয়েছিলেন ধনখড়। তারপরই পদত্যাগ। তবে সে সব জল্পনা পিছনে রাখলে প্রশ্ন একটাই, কী হবে বিচারপতি ভার্মার ভবিষ্যৎ? কে ঠিক করবে, সুপ্রিম কোর্ট না সংসদ। উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা চলতি বছরের মার্চ মাসে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়। বিচারপতি...