
কলকাতা: নৌসেনার জন্য ‘আকাশভেদী’ কিনেছে ভারত। সোমবার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফ্রান্সের সঙ্গে মোট ৬৩ হাজার কোটি টাকার বিনিময়ে এই চুক্তি স্বাক্ষর করেছে নয়াদিল্লি। চলতি মাসের প্রথম দিকেই এই প্রতিরক্ষা চুক্তিতে অনুমোদন দিয়েছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। তারপর কয়েক সপ্তাহ পেরতেই অবশেষে রফা হল রাফাল চুক্তি। জানা গিয়েছে, বায়ুসেনা নয়, বরং নৌসেনার জন্যই এবার এত টাকা খরচ করল ভারত সরকার। কিন্তু বেছে বেছে কেন ২৬টিই রাফাল আনা হচ্ছে ভারতে? প্রশাসনিক সূত্রে খবর, সোমবার রাফাল চুক্তির স্বাক্ষর হলেও, এর প্রথম ব্যাচের যুদ্ধবিমান ভারতে আসতে এখনও অনেকটাই দেরি রয়েছে। ২০২৮ সালে প্রথম...