
আনাকাপাল্লি: আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জন শ্রমিকের। একাধিক শ্রমিক জখম হয়েছেন বলে জানা গিয়েছে। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের আনাকাপাল্লি জেলায়। কীভাবে আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটল, তা এখনও জানা যায়নি।
আনাকাপাল্লি জেলার পুলিশ সুপার তুহিন সিনহা জানিয়েছেন, কোটাভুরাটলা মণ্ডলের কৈলাসপাটনমে দুর্ঘটনাটি ঘটেছে।
আনাকাপাল্লি জেলার পুলিশ সুপার তুহিন সিনহা জানিয়েছেন, কোটাভুরাটলা মণ্ডলের কৈলাসপাটনমে দুর্ঘটনাটি ঘটেছে। অন্ধ্র প্রদেশের পুলিশমন্ত্রী ভি অনীতা জানিয়েছেন, মৃত ৮ জনের মধ্যে ২ জম মহিলা রয়েছেন। সাত জন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। জেলাশাসক, পুলিশ সুপার এবং রাজ্যের পুলিশ মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। দুর্ঘটনায় জখমদের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে, তা নিয়ে নির্দেশ দেন। মৃতদের পরিবারকে সরকারি সাহায্যের আশ্বাস দেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী। ঘটনার পুণাঙ্গ তদন্ত করে রিপোর্ট দিতে তিনি নির্দেশ দিয়েছেন।
চলতি মাসের শুরুতে গুজরাটের বনসকাঁথা জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণের জেরে আগুন ধরে গিয়েছিল। কারখানার একাংশ ভেঙে পড়ে। ওই দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়।