Extramarital Affair: প্রেমিককে নিয়ে হোটেলে, স্বামীর সঙ্গে পুলিশ দেখেই ছাদ থেকে লাফ মহিলার…

Extramarital Affair: পুলিশ এই ঘটনার তদন্ত করছে। তেমনই প্রশ্ন উঠছে হোটেলের ভূমিকা নিয়েও। পরিচয়পত্র যাচাই না করেই হোটেল কেন তাদের রুম দিল, এই নিয়ে পুলিশের প্রশ্নের মুখে হোটেল কর্মীরা।

Extramarital Affair: প্রেমিককে নিয়ে হোটেলে, স্বামীর সঙ্গে পুলিশ দেখেই ছাদ থেকে লাফ মহিলার...
Image Credit source: ScreenGrab

Jun 17, 2025 | 11:23 PM

প্রেমিকের সঙ্গে গিয়েছিলেন হোটেলে। কিন্তু এরপর যে এমন কিছু হতে পারে, ঘুণাক্ষরেও টের পাননি মহিলা। সবই ঠিক চলছিল। এর মধ্যেই হাজির স্বামী। সঙ্গে পুলিশও। হাতেনাতে ফাঁদে। কিন্তু মাথা ঠিকই কাজ করছিল। পালানোর পথও বেছে নেন দ্রুতই। আর পালাতে গিয়ে ছাদ থেকে লাফ মহিলার!

ঘটনাটি উত্তর প্রদেশের বাগপতের। পুলিশের তরফেই এই ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রেমিকের সঙ্গে হোটেলে ‘সুন্দর’ সময় কাটাতে গিয়েছিলেন এক মহিলা। কিন্তু তাঁকে হাতে নাতে ধরে ফেলেন স্বামী। সঙ্গে ছিল পুলিশও। পরের ঘটনা সিসিটিভি-তে ধরা পড়েছে।

পুলিশ সূত্রে খবর, বাগপত থানার অন্তর্গত ছপরেলিতে বাস ওই মহিলার। স্বামীর সঙ্গে হামেসাই ঝামেলা লেগে থাকত। তাঁদের ঝামেলা গড়িয়েছিল থানা অবধিও। এসপি অফিসে মহিলা বিভাগে স্বামী-স্ত্রীকে একসঙ্গে বসিয়ে সব মিটিয়ে নেওয়ার জন্য ডাকা হয়েছিল। তাতেও খুব একটা লাভ হয়নি।

সূত্রের খবর, এই নিয়ে তৃতীয়বার এসপি অফিসের মহিলা বিভাগে ডাকা হয়। সেখান থেকে বেরিয়ে বাসে ফিরছিলেন। ফেরার পথেই বাইকে প্রেমিকের সঙ্গে হোটেলে চলে যান। গোয়েন্দার মতো তাঁর পিছু নেন স্বামীও। কিছু একটা হতে চলেছে, আঁচ করতে পেরে পুলিশে খবরও দেন। পুলিশ হোটেলে পৌঁছতেই অস্বস্তিতে পড়েন সেই মহিলা। কিন্তু পুলিশ যাতে তাঁকে ধরতে না পারে, প্রায় ১২-১৩ ফুট উঁচু ছাদ থেকে লাফ দেন। এরপরই হাওয়া। এমন পরিস্থিতি দেখে মোবাইলে তা রেকর্ড করে একজন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। এরপরই ভাইরাল সেই ভিডিয়ো।

পুলিশ এই ঘটনার তদন্ত করছে। তেমনই প্রশ্ন উঠছে হোটেলের ভূমিকা নিয়েও। পরিচয়পত্র যাচাই না করেই হোটেল কেন তাদের রুম দিল, এই নিয়ে পুলিশের প্রশ্নের মুখে হোটেল কর্মীরা।