AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Blast: ‘রাস্তা থেকে দুটো আধখানা দেহ তুললাম… গাড়িটায় ছিল ওরা ৪ জন’, নিজে চোখে দেখেছেন সবটা

Delhi Blast: সোমবার সন্ধ্যায় মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরার কথা ছিল তাঁর। লালকেল্লা স্টেশনের ১ নম্বর গেটেই ছিলেন তিনি। আচমকা বীভৎস শব্দ। তাঁর চোখের সামনেই দাউদাউ করে জ্বলতে থাকে সব। রাস্তার ওপার থেকে ছুটে আসেন ওই ব্যক্তি। হাত লাগান উদ্ধারকাজে।

Delhi Blast: 'রাস্তা থেকে দুটো আধখানা দেহ তুললাম... গাড়িটায় ছিল ওরা ৪ জন', নিজে চোখে দেখেছেন সবটা
| Updated on: Nov 10, 2025 | 9:54 PM
Share

নয়া দিল্লি: দিল্লি বিস্ফোরণের ঘটনায় কোনও সম্ভাবনাই খারিজ করছে না পুলিশ প্রশাসন। অর্থাৎ নাশকতার ছক একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, এনআইএ, এনএসজি। এলাকা ফাঁকা করে চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই আহতদের দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদমাধ্যমের সামনে সেই বীভৎস ঘটনার বর্ণনা দিলেন এক প্রত্যক্ষদর্শী

সোমবার সন্ধ্যায় মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরার কথা ছিল তাঁর। লালকেল্লা স্টেশনের ১ নম্বর গেটেই ছিলেন তিনি। আচমকা বীভৎস শব্দ। তাঁর চোখের সামনেই দাউদাউ করে জ্বলতে থাকে সব। রাস্তার ওপার থেকে ছুটে আসেন ওই ব্যক্তি।

সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, প্রথম যে গাড়িটায় বিস্ফোরণ ঘটে, তার ভিতর থেকে চারজনের দেহ উদ্ধার করা হয়। পুলিশের সঙ্গে হাত মিলিয়ে তিনি গাড়ি কেটে উদ্ধার করেন চারজনের দেহ। তারা ট্যাক্সিচালকের পোশাক পরেছিলেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি।

প্রত্যক্ষদর্শী আরও জাানান, ওই গাড়িতে লাগানো ছিল হরিয়ানার নম্বর প্লেট। গাড়ির নম্বর HR26 7674 বলে জানিয়েছেন ওই ব্যক্তি। তিনি বলেন, “গাড়ি কেটে চারজনের দেহ উদ্ধার করেছি। রাস্তা থেকে দুজনের অর্ধেক দেহ তুলে দিয়েছি অ্যাম্বুল্যান্স।” ধীরে ধীরে চলছিল গাড়িটি। ১০-১২টা গাড়ি পুড়ে গিয়েছে বলেও জানান তিনি। পুলিশ জানিয়েছে, এনআইএ, এনএসজি-র টিম পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে।