Fact Check: পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে রাজনাথের নামে ভুয়ো চিঠি, জানাল PIB

Fact Check: এক্স মাধ্যমে সেই চিঠি ঘোরাফেরা করছে। পিআইবি-র তরফে জানানো হয়েছে, এমন কোনও চিঠি সেনা অফিসারকে পাঠাননি রাজনাথ সিং।

Fact Check: পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে রাজনাথের নামে ভুয়ো চিঠি, জানাল PIB
এই সেই চিঠি

May 16, 2025 | 5:18 PM

নয়া দিল্লি: রাজনাথ সিং-এর নামে যে চিঠি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তা ভুয়ো। ফ্যাক্ট চেক করতেই উঠে এল এমন তথ্য। সম্প্রতি একটি চিঠি ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চিঠি দিয়েছেন নর্দার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফকে। সেই তথ্য ভুয়ো বলে জানাল ‘প্রেস ইনফরমেশন ব্যুরো’ (PIB)।

এক্স মাধ্যমে সেই চিঠি ঘোরাফেরা করছে। পিআইবি-র তরফে জানানো হয়েছে, এমন কোনও চিঠি সেনা অফিসারকে পাঠাননি রাজনাথ সিং।

আরও বলা হয়েছে যে, পাকিস্তানি একটি এক্স অ্যাকাউন্ট থেকে ওই চিঠিটি ছড়ানো হয়েছে। এভাবেই ভুয়ো তথ্য ছড়ানোর চেষ্টা চলছে। ভেরিফাই না করে কোনও তথ্য যাতে শেয়ার না করা হয়, সেই আবেদনও জানিয়েছে পিআইবি।

উল্লেখ্য, ওই ভুয়ো চিঠিতে যা লেখা রয়েছে, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উধমপুর এয়ার বেস পরিদর্শনের কথা। প্রধানমন্ত্রীর সঙ্গে সেনা অফিসাররা কীভাবে কথা বলবেন, সেই নির্দেশ দেওয়া আছে ওই চিঠিতে। পিআইবি ফ্যাক্ট চেক করে জানিয়েছে, এমন কোনও চিঠিই দেওয়া হয়নি।

উল্লেখ্য, পাকিস্তানে ভারত সামরিক অভিযান চালানোর পর থেকেই একের পর এক ভুয়ো তথ্য ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। সেই সব তথ্য খতিয়ে দেখে সঠিক তথ্য প্রকাশ করছে পিআইবি।