AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bizarre: স্টেজে গান গাইতে গাইতেই মুরগির গলা কাটলেন জনপ্রিয় শিল্পী, ঢকঢক করে খেলেন রক্তও! আতঙ্কে মূর্ছা গেলেন ভক্তরা

Crime: সোশ্যাল মিডিয়ায় সঙ্গীতশিল্পীর স্টেজে রক্তপানের ভিডিয়ো ভাইরাল হতেই পিপলস ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অব অ্যানিমাল বা পেটা (PETA) সংগঠন অভিযোগ জানায়। তার ভিত্তিতেই পুলিশ এফআইআর দায়ের করেছে।

Bizarre: স্টেজে গান গাইতে গাইতেই মুরগির গলা কাটলেন জনপ্রিয় শিল্পী, ঢকঢক করে খেলেন রক্তও! আতঙ্কে মূর্ছা গেলেন ভক্তরা
এই সঙ্গীতশিল্পীই ভয়ঙ্কর কাণ্ড ঘটান।Image Credit: Facebook
| Updated on: Nov 06, 2024 | 7:29 AM
Share

ইটানগর: এ কী ভয়ঙ্কর কাণ্ড! স্টেজে পারফর্ম করতে করতেই বীভৎস কাজ। হঠাৎ মুরগি হাতে নিয়ে তার গলা কেটে দিলেন সঙ্গীতশিল্পী! সামনে তখন শয়ে শয়ে দর্শক। এখানেই ক্ষান্ত হননি তিনি। সেই মুরগির রক্তও পান করলেন সকলের সামনে। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে তো সংজ্ঞা হারানোর জো দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় সঙ্গীতশিল্পীর এই কাণ্ড ভাইরাল হতেই পদক্ষেপ পুলিশের।

জানা গিয়েছে, অরুণাচল প্রদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কোন ওয়াজি সনের বিরুদ্ধে জনসমক্ষে মুরগি হত্যা ও তার রক্তপানের জন্য মামলা দায়ের করেছে পুলিশ। ইটানগরে একটি স্টেজ শো চলাকালীনই শিল্পী এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটান। এরপরই ভারতীয় ন্যয় সংহিতা ও পিসিএ আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সঙ্গীতশিল্পীর স্টেজে রক্তপানের ভিডিয়ো ভাইরাল হতেই পিপলস ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অব অ্যানিমাল বা পেটা (PETA) সংগঠন অভিযোগ জানায়। তার ভিত্তিতেই পুলিশ এফআইআর দায়ের করেছে। পাখির সঙ্গে এমন নৃশংস কাজের নিন্দা করে পেটা ইন্ডিয়ার তরফে ওই সঙ্গীতশিল্পীর মনস্তত্ত্ব পরীক্ষা ও কাউন্সেলিং করানে জরুরি বলেই জানানো হয়েছে।