AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আসুন আমাদের সঙ্গে ধরনায় যোগ দিন, সিংঘু থেকে মমতাকে আহ্বান অন্নদাতাদের

মেদিনীপুরের মঞ্চে হাতে ধানের ছড়া নিয়ে কৃষকদের পাশে থাকার অঙ্গীকার করতে দেখা গিয়েছে তাঁকে। এদিনও ফোনে কৃষকদের সেই আশ্বাসই দিলেন মমতা।

আসুন আমাদের সঙ্গে ধরনায় যোগ দিন, সিংঘু থেকে মমতাকে আহ্বান অন্নদাতাদের
ফাইল চিত্র।
| Updated on: Dec 23, 2020 | 4:37 PM
Share

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে চান দিল্লির আন্দোলনকারী কৃষকরা। বুধবার সিংঘু সীমানা থেকে সে বার্তাই পাঠালেন অন্নদাতারা। এদিন সিংঘুতে কৃষকদের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের পাঁচ সাংসদ। জাতীয় কৃষক দিবসে সবরকমভাবে কৃষকদের পাশে থাকার বার্তা নিয়েই রাজধানীতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ প্রতিনিধি। এই প্রতিনিধিদের মাধ্যমেই আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী। ফোনের ওপার থেকে কৃষকরা তাঁর কাছে আবদার জানান, “আসুন, আমাদের সঙ্গে ধরনায় যোগ দিন। আপনার উপস্থিতি আমাদের আরও বেশি শক্তি দেবে।”

আন্দোলনকারীদের সঙ্গে তৃণমূল সাংসদরা।

কেন্দ্রের তিন নয়া কৃষক আইনের বিরোধিতায় গত ২৮ দিন ধরে দিল্লিতে আন্দোলন করছেন কয়েক হাজার কৃষক। আন্তঃরাজ্য একাধিক সীমানায় শান্তিপূর্ণ অবস্থান করছেন তাঁরা। দাবি একটাই, কেন্দ্রকে এই আইন রদ করতে হবে। এই আন্দোলনকারীদের সঙ্গে আগেও তৃণমূলের প্রতিনিধিরা দেখা করে এসেছেন। রাজ্যেও কৃষকদের এই আন্দোলনের সমর্থনে একাধিক কর্মসূচি পালন করেছে তৃণমূল। ব্লকে ব্লকে চলেছে ধরনা।

বুধবার কিষাণ দিবসে আরও একবার প্রতিনিধি পাঠালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, প্রসূণ বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, মহম্মদ নাদিমূল হক। এদিন টুইটারে জাতীয় কৃষক দিবসকে সম্মান জানিয়ে মমতা লেখেন, “দেশের অর্থনীতিতে কৃষক ভাই বোনদের অবদান অনস্বীকার্য। ভরা পেটে আমরা যে শান্তিতে ঘুমোতে পারি তাঁর একমাত্র কারিগর এই কৃষকরা। পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের মঙ্গলে সবসময় ব্রতী। আমাদের কৃষক বন্ধু প্রকল্প তারই পথ।”

আন্দোলনকারীদের সঙ্গে তৃণমূল সাংসদরা।

প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন। কৃষকদের আন্দোলনকে সর্বাত্মক করতে সবরকম সমর্থনও জানিয়েছেন। মেদিনীপুরের মঞ্চে হাতে ধানের ছড়া নিয়ে কৃষকদের পাশে থাকার অঙ্গীকার করতে দেখা গিয়েছে তাঁকে। এদিনও ফোনে কৃষকদের সেই আশ্বাসই দিলেন মমতা।