বিয়ে করবে বলেও আসেনি, কাউন্সিলরকে বাড়িতে ডেকে যৌনাঙ্গ কেটে নিলেন মহিলা চিকিৎসক!

Crime: ওই যুবতী সোমবার তাঁকে নিজের বাড়িতে ডাকে দেখা করার জন্য। সেখানে আসতেই চিকিৎসক এক কোপে প্রেমিক-কাউন্সিলরের যৌনাঙ্গ কেটে নেন। প্রতিবেশীরা কাউন্সিলরের চিৎকার ও কান্না শুনে ছুটে আসেন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যান।

বিয়ে করবে বলেও আসেনি, কাউন্সিলরকে বাড়িতে ডেকে যৌনাঙ্গ কেটে নিলেন মহিলা চিকিৎসক!
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Jul 03, 2024 | 1:11 PM

পটনা: ধোঁকা দিয়েছে প্রেমিক, ভেঙেছে বিয়ের প্রতিশ্রুতি। রাগে এক কোপে প্রেমিকের যৌনাঙ্গ কেটে নিলেন প্রেমিকা। প্রেমিক, যার আবার অন্য পরিচয় হল কাউন্সিলর, তাঁর আর্তনাদ শুনেই ছুটে আসেন প্রতিবেশীরা। ঘরে ঢুকে দেখেন, মেঝে রক্তে ভেসে যাচ্ছে। যন্ত্রণায় ছটফট করছেন কাউন্সিলর, পাশে পড়ে রয়েছে কাটা যৌনাঙ্গ!

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বিহারের সরণ জেলায়। এক মহিলা চিকিৎসক  তাঁর প্রেমিকের যৌনাঙ্গ কেটে নেন বিয়ের প্রতিশ্রুতি ভাঙার অপরাধে। জানা গিয়েছে, ওই চিকিৎসক (২৫) বিগত পাঁচ বছর ধরে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন। তিনি আবার মধুরা ব্লকের কাউন্সিলর। দীর্ঘদিন ধরেই মহিলা চিকিৎসক বিয়ের জন্য চাপ দিলেও, কিছুতেই কাউন্সিলর তাঁকে বিয়ে করতে রাজি হচ্ছিলেন না।

শেষ পর্যন্ত ওই ব্যক্তি রাজি হন রেজিস্ট্রি বিয়েতে। গত সপ্তাহে তাঁদের কোর্টে বিয়ে করার কথা ছিল। মহিলা চিকিৎসক নির্দিষ্ট সময়ে আদালতে পৌঁছলেও, সারাদিন অপেক্ষা করার পরও কাউন্সিলর আসেননি তাঁকে বিয়ে করতে।

পরে প্রেমিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি নানা বাহানা দেন। ওই যুবতী সোমবার তাঁকে নিজের বাড়িতে ডাকে দেখা করার জন্য। সেখানে আসতেই চিকিৎসক এক কোপে প্রেমিক-কাউন্সিলরের যৌনাঙ্গ কেটে নেন।

প্রতিবেশীরা কাউন্সিলরের চিৎকার ও কান্না শুনে ছুটে আসেন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে পটনা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ওই কাউন্সিলর। অন্যদিকে মহিলা চিকিৎসককে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।