Nirmala Sitharaman: নেই জটিলতা! নতুন জিএসটি কাঠামোকে ‘সিস্টেম-সংস্কারক’ বললেন নির্মলা

FM Nirmala Sitharaman on GST: জিএসটি নতুন কাঠামোয় এই সকল জটিলতাকেই চিরতরের জন্য মুছে ফেলা হয়েছে। নির্মলার কথায়, 'এই ধরনের যত জটিলতা ছিল সব আপাতত নির্মূল হয়েছে। আর শুধু খাদ্যদ্রব্যই নয়। সমস্ত রকমের পণ্য থেকে জটিলতাগুলিকে খুঁজে মুছে ফেলা হয়েছে।'

Nirmala Sitharaman: নেই জটিলতা! নতুন জিএসটি কাঠামোকে সিস্টেম-সংস্কারক বললেন নির্মলা
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনImage Credit source: PTI

|

Sep 15, 2025 | 2:35 PM

নয়াদিল্লি: শেষ আট মাসে আয়কর ছাড় থেকে আয়কর বিলের সরলীকরণ, সবশেষে জিএসটি ২.০। দেশের অর্থনৈতিক ও কর কাঠামোয় যে বৈপ্লবিক বদল আনছে কেন্দ্র, তাতে দ্বিমত নেই প্রায় কারওরই। আর এই আবহে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, ‘নতুন জিএসটি কাঠামো গোটা সিস্টেমকে পরিষ্কার করে দিয়েছে।’

রবিবার চেন্নাই সিটিজেন ফোরামের তরফে আয়োজিত একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন অর্থমন্ত্রী। সেই সম্মেলন থেকেই নির্মলার মুখে শোনা গেল জিএসটি-র কথা। এদিন তিনি বলেন, ‘জিএসটি পরিষদের বৈঠকে আমাকে সর্বপ্রথম উত্তর প্রদেশের প্রতিনিধিরা জিএসটির একটি জটিলতার কথা বলেন। তারা জানান, একই ক্যাটাগরির খাদ্য়দ্রব্যে ভিন্ন ভিন্ন জিএসটি বসানো হয়েছে।’ এরপরেই ‘পপকর্ন-বির্তকের’ কথা তুলে ধরে তিনি বলেন, ‘কোনও হকার যদি পপকর্ন বিক্রি করেন, তাতে কোনও জিএসটি দিতে হয় না, আগামীতেও দিতে হবে না। কিন্তু কোনও মাল্টিপ্লেক্সে যদি নুন দিয়ে তৈরি পপকর্ন বিক্রি হয়, তাতে ৫ শতাংশ। আর পপকর্নে যদি ক্যারমেল থাকে, তা হলে ১৮ শতাংশ জিএসটি দিতে হত, যা সত্যিই সমস্যা তৈরি করছিল।’

জিএসটি নতুন কাঠামোয় এই সকল জটিলতাকেই চিরতরের জন্য মুছে ফেলা হয়েছে। নির্মলার কথায়, ‘এই ধরনের যত জটিলতা ছিল সব আপাতত নির্মূল হয়েছে। আর শুধু খাদ্যদ্রব্যই নয়, সমস্ত রকমের পণ্য থেকে জটিলতাগুলিকে খুঁজে মুছে ফেলা হয়েছে।’ অর্থমন্ত্রীর সংযোজন, ‘৯৯ শতাংশ পণ্য, আগে যেগুলিতে ১২ শতাংশ করে জিএসটি দিতে হত, তাতে এবার ৫ শতাংশ করে জিএসটি চাপানো হয়েছে। গত আট মাসে আমরা নতুন আয়কর কাঠামো, আয়কর নিয়মের সরলীকরণ, জিএসটি-র সরলীকরণের মতো একাধিক পদক্ষেপ নিয়েছি, যা এই সিস্টেমকে জটিলতা মুক্ত করেছে।’