
নয়া দিল্লি: বাংলার জন্য চলতি অর্থবর্ষে মোটা টাকার আর্থিক বরাদ্দের অনুমোদন দিল কেন্দ্র। এ রাজ্যের জন্য ৭ হাজার ৫২৩ কোটি টাকার মূলধনী বিনিয়োগ প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে অর্থমন্ত্রক। পশ্চিমবঙ্গ ছাড়াও আরও ১৫টি রাজ্যের জন্য আর্থিক বরাদ্দের অনুমোদন দিয়েছে নির্মলা সীতারামনের মন্ত্রক। অর্থমন্ত্রকের ব্যয় দফতর থেকে মোট ১৬টি রাজ্যের জন্য ৫৬ হাজার ৪১৫ কোটি টাকার আর্থিক বরাদ্দের প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। ‘মূলধনী বিনিয়োগের ক্ষেত্রে রাজ্যগুলিকে বিশেষ সাহায্য ২০২৩-২৪’-এর আওতায় এই অনুমোদন দেওয়া হল। বাংলা ছাড়াও অরুণাচল, বিহার, ওড়িশা, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল, কর্নাটক, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু ও তেলঙ্গানার জন্য এই আর্থিক বরাদ্দ ছাড়া হয়েছে।
সংশ্লিষ্ট রাজ্যগুলির স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষা, সেচ, জল সরবরাহ, বিদ্যুৎশক্তি, সড়ক যোগাযোগ, সেতু ও রেলের উন্নতির ক্ষেত্রে এই টাকা ব্যবহার করা হবে। উল্লেখ্য, রাজ্যগুলিতে মূলধনী বিনিয়োগে আরও গতি আনতে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটের সময়েই এই ‘স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেটস ফর ক্যাপিটার ইনভেস্টমেন্ট ২০২৩-২৪’ প্রকল্পটি কথা ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় ৫০ বছরের জন্য সুদ-মুক্ত ঋণ দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারগুলিকে। চলতি অর্থবর্ষে মোট ১ লাখ ৩০ হাজার কোটি টাকার ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।
বাংলার জন্য বরাদ্দ হয়েছে ৭ হাজার ৫২৩ কোটি টাকা। যে ১৬টি রাজ্যকে আর্থিক বরাদ্দের সবুজ সংকেত দেওয়া হয়েছে, তার মধ্যে তৃতীয় সর্বোচ্চ আর্থিক বরাদ্দ পাচ্ছে বাংলা। সবথেকে বেশি বরাদ্দ করা হয়েছে বিহারের জন্য, ৯ হাজার ৬৪০ কোটি টাকা। তারপর রয়েছে মধ্য প্রদেশ, ৭ হাজার ৮৫০ কোটি টাকা।