IDBI Bank: ১২৬ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ! বড় প্রতারণার শিকার এই নামী ব্যাঙ্ক

IDBI Bank: গোটা ঘটনার সূত্রপাত IDBI ব্যাঙ্কের দেওয়া একটি ঋণ ঘিরে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের অভিযোগ, সুপারটেক সংস্থা ঋণ পাওয়ার জন্য জাল নথি দিয়ে ব্যাঙ্কের থেকে ১২৬ কোটি টাকা ঋণ তোলে।

IDBI Bank: ১২৬ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ! বড় প্রতারণার শিকার এই নামী ব্যাঙ্ক
প্রতীকী ছবিImage Credit source: X

|

Jun 14, 2025 | 9:15 PM

নয়াদিল্লি: ব্যাঙ্কের টাকা নিয়ে নয়ছয়। ভুয়ো তথ্য দিয়ে ঋণ তোলার দায়ের সিবিআই নজরে রিয়েল এস্টেট সংস্থার কর্তারা। শনিবার নয়ডার বিখ্যাত রিয়েল এস্টেট কোম্পানি সুপারটেকের কর্মকর্তা ও প্রোমোটারদের বিরুদ্ধে মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারীরা। সুপ্রিম কোর্টের নির্দেশিকার পর এই মামলা দায়ের করেছে তারা। তারপরেই শুরু হয়েছে অভিযান।

অভিযোগ কী?

গোটা ঘটনার সূত্রপাত IDBI ব্যাঙ্কের দেওয়া একটি ঋণ ঘিরে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের অভিযোগ, সুপারটেক সংস্থা ঋণ পাওয়ার জন্য জাল নথি দিয়ে ব্যাঙ্কের থেকে ১২৬ কোটি টাকা ঋণ তোলে। তারপর সেই টাকা নিয়ে রীতিমতো নয়ছয় করে তারা। এমনকি, যখনই ঋণ পরিশোধের পালা আসে, তখনই তা দিতে হাজার টালবাহানা ও সবশেষে ঋণখেলাপির চেষ্টা করে তারা।

এরপরেই সুপারটেকের কর্মকর্তা রাম কিশোর অরোরা, প্রোমোটার সঙ্গীতা অরোরা, পারুল অরোরা এবং মোহিত অরোরার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে এই সংস্থা। পরবর্তীতে সেই অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তদন্তে নামে সিবিআই। একাধিক জায়গায় চলে অভিযান। শুক্রবার, সেই সূত্র ধরেই নয়ডা ও গাজিপুরের বেশ কিছু জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই অভিযানে মোট ২৮ লক্ষ টাকা ও সুপারটেক রিয়েল এস্টেট জনিত নানা কাগজপত্র উদ্ধার করে তারা।