রাজকোট: গুজরাটের রাজকোটে একটি আবাসনে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডের জেরে শ্বাসরোধ হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়। আবাসনের ভিতর থেকে সবাইকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার রাজকোটের ১৫০ ফিট রিং রোড এলাকায় আসলানটিস নামে ওই আবাসনের ৭ তলায় আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় চারদিক। আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ভিতরে আটকে পড়েন অনেকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন দমকলকর্মীরা। উদ্ধারকাজ শুরু করেন।
পুলিশ জানিয়েছে, ওই আবাসনের ৭ তলার একটি ফ্ল্যাটে ফার্নিচারের কাজ হচ্ছিল। সকাল ১০টা নাগাদ আগুন ছড়িয়ে পড়ে। সেই ফ্ল্যাটে শটসার্কিটের জেরে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাজকোটের ডিসিপি (ক্রাইম) পি ঘোহিল।
#WATCH | Gujarat | Fire broke out at Atlantis Building in Rajkot. Fire teners are at the spot. More details awaited. pic.twitter.com/phRYEBqkq5
— ANI (@ANI) March 14, 2025
আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকাজের সময় ২ দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। মৃত ৩ জনের পরিচয় এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দমকল জানিয়েছে।
জানা গিয়েছে, আসলানটিস আবাসনে ওই এলাকার বিত্তশালী ব্যক্তিরা বসবাস করেন। তার মধ্যে রয়েছেন স্বর্ণব্যবসায়ী, চিকিৎসকরা। এদিন ওই আবাসনে আগুন লাগার পর স্থানীয় মানুষ বাইরে ভিড় জমান। শেষপর্যন্ত দমকল কর্মীরা সবাইকে উদ্ধার করার পর সবাই স্বস্তি পান।