তেলঙ্গানা: পোলট্রির মালিক গিয়েছিলেন অন্য কাজে। ফিরে এসে দেখেন পরপর পড়ে রয়েছে মৃত মুরগী। কীভাবে মুরগিগুলোর মৃত্যু হল, তা বুঝতে পারেননি তিনি। এরপর গায়ে হাত দিয়ে দেখতে গিয়ে চমকে যান। পড়ে থাকা মুরগীগুলোর পেটে হাত দিয়ে চাপ দিলেই বেরিয়ে আসছে আগুন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে মুরগিগুলির। কিন্তু তাই বলে মুখ থেকে আগুন বেরবে কেন! সেটাই কেউ বুঝে উঠতে পারছেন না।
কর্নাটকের হাসান জেলার ঘটনা। একটি গ্রামে ১৫টিরও বেশি মুরগির আকস্মিক মৃত্যু হয়েছে। চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। আর সেখানেই মৃত মুরগির মুখ থেকে রহস্যজনকভাবে আগুন বের হতে দেখা গিয়েছে। সাক্লেশপুর তালুকের কাছে হাদিগে গ্রামে এই ঘটনা ঘটেছে।
ওই এলাকায় অধিকাংশ মানুষই হাঁস-মুরগি পালন করে জীবিকা নির্বাহ করেন। এই পোলট্রির মালিকও যথারীতি কাজে চলে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, ১৫টিরও বেশি মুরগি মারা গিয়েছে। গ্রামের বাসিন্দা রবি নামের এক শ্রমিকের মুরগি সেগুলি।
গ্রামবাসীরাও এই ঘটনায় বিস্মিত। রবির অভিযোগ, তাঁর মুরগি পালন সহ্য না করতে পেরে কিছু দুর্বৃত্ত রাসায়নিক বিষ দিয়ে মুরগিগুলিকে মেরে ফেলেছে। মরা মুরগির মুখ থেকে আগুন বের হওয়ার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
মুরগি হত্যার অভিযোগ এনে তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ওই শ্রমিক। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি একটি মরা মুরগিকে টিপছেন, আর তার মুখ থেকে আগুনের শিখা বের হচ্ছে।