Fire in Apartment: আবাসনে আগুন! প্রাণ রক্ষার্থে আট তলা থেকে ঝাঁপ বাবা ও দুই সন্তানের, তারপর…

Fire in Apartment: দমকল বাহিনী জানিয়েছে, আবাসনের আট তলায় আগুন লাগে। যার জেরে বন্ধ ঘরে আটকা পড়ে ওই ফ্লোরে বসবাসরত যাদব পরিবার। আর তখনই ঘটে বিপত্তি।

Fire in Apartment: আবাসনে আগুন! প্রাণ রক্ষার্থে আট তলা থেকে ঝাঁপ বাবা ও দুই সন্তানের, তারপর...
আবাসনে আগুনImage Credit source: X

|

Jun 10, 2025 | 1:23 PM

নয়াদিল্লি: প্রাণ রক্ষার্থে আট তলা থেকে ঝাঁপ। আবাসনে আগুন প্রাণ নিল মোট তিন জনের। ঘটনা দিল্লির। সেখানে দ্বারকা এলাকার সেক্টর ১৩-এর একটি আবাসনে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনের লেলিহান শিখা গিলে খেয়েছে বহুতলের একাংশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১০টার সময় আগুন লাগে। তারপর মিনিটের মধ্য়ে তা ছড়িয়ে পড়ে আবাসনের অনেকটা অংশ জুড়ে। ইতিমধ্য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে গিয়েছে দমকলের মোট ৮টি ইঞ্জিন। তাদের উদ্যোগেই নিয়ন্ত্রণে এসেছে আগুন।

কিন্তু দমকল পৌঁছনোর আগেই ভয়ের জেরে ভুল সিদ্ধান্ত নিয়ে নেন ওই আবাসনেরই তিন বাসিন্দা। দমকল বাহিনী জানিয়েছে, আবাসনের আট তলায় আগুন লাগে। যার জেরে আটকা পড়ে ওই ফ্লোরে বসবাসরত যাদব পরিবার। আর তখনই ঘটে বিপত্তি।

আগুনের বিধ্বংসী রূপ দেখে ভয়ে সিঁটিয়ে যায় যাদব পরিবারের দুই খুদে সদস্য তথা যশ যাদবের ১০ বছরের ছেলে ও মেয়ে। কী করবে, তা ঠাওর করতে না পেরে, ঘরের সঙ্গে লাগোয়া বারান্দা থেকে ঝাঁপ দেয় তারা। প্রাণ রক্ষার্থেই সেই সিদ্ধান্ত নিয়েছিল দুই খুদে। এমনকি, ছেলে-মেয়েকে ঝাঁপ দিতে দেখে পিছু নেয় বাবাও। আগুন থেকে বাঁচতে বারান্দা লাভ দেয় সে। তারপর সটান নীচে।

স্থানীয়দের উদ্যোগেই তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে, আগুনের মধ্যেই আটকে থাকে যাদব পরিবারের আরও দুই সদস্য তথা যশ যাদবের বড় ছেলে ও স্ত্রী। পরবর্তীতে দমকল বাহিনী এসে তাদের উদ্ধার করে। আপাতত আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি তারা।