Congress MLA: ‘লোকসভায় কংগ্রেসকে ভোট না দিলে…’, ভয়াবহ পরিণতির হুমকি বিধায়কের
গত বছর বিধানসভা ভোটে বিজেপিকে হারিয়ে কর্নাটকের ক্ষমতা দখল করে কংগ্রেস। সেই ভোটের আগে বেশ কিছু প্রতিশ্রুতি কর্নাটকবাসীকে দিয়েছিল হাতশিবির। সেই সব প্রতিশ্রুতির মতো সুবিধা ভবিষ্যতে পাওয়ার জন্য এ বছরের লোকসভা নির্বাচনে কংগ্রেসকেই ভোট দিতে হবে বলে জানিয়েছেন তিনি।
বেঙ্গালুরু: বিধানসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতির সুবিধা যদি রাজ্যবাসীকে ভবিষ্যতে পেতে হয়, তাহলে আসন্ন লোকসভ নির্বাচনে কংগ্রেসকে ভোট দিতে হবে। সম্প্রতি এ রকম মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে কর্নাটকের এক কংগ্রেস বিধায়ক। ওই কংগ্রেস বিধায়কের নাম এইচসি বালাকৃষ্ণ। সম্প্রতি এক জনসভা থেকে এই মন্তব্য করেছেন তিনি। সেই মন্তব্য নিয়ে হইচই পড়েছে দক্ষিণ ভারতের এই রাজ্যের রাজনৈতিক মহলে।
গত বছর বিধানসভা ভোটে বিজেপিকে হারিয়ে কর্নাটকের ক্ষমতা দখল করে কংগ্রেস। সেই ভোটের আগে বেশ কিছু প্রতিশ্রুতি কর্নাটকবাসীকে দিয়েছিল হাতশিবির। সেই সব প্রতিশ্রুতির মতো সুবিধা ভবিষ্যতে পাওয়ার জন্য এ বছরের লোকসভা নির্বাচনে কংগ্রেসকেই ভোট দিতে হবে বলে জানিয়েছেন তিনি। এ সিদ্ধান্ত ঘোষণার আগে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সঙ্গে কথা বলেছেন বলেও দাবি বালাকৃষ্ণের।
কংগ্রেসকে ভোট না দিলে প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়ে বালাকৃষ্ণ বলেছেন, “আমাদের প্রতিশ্রুতি মতো পাঁচটি নিশ্চয়তা সকলে পাচ্ছেন। আপনাদের প্রসাদ এবং নিশ্চয়তার মধ্যে একটি বেছে নিতে হবে। মন্দিরের প্রসাদ খান। কিন্তু তা খাইয়ে ভোট নেওয়ার আমরা বিরোধী। আপনি যদি সেটি চান তাহলে পাঁচটি নিশ্চয়তা ছেড়ে দিন। আগামী পাঁচ বছর আমরা ক্ষমতায় থাকব। প্রতিটি বুথে নজর রাখব। লোকসভা নির্বাচনে কংগ্রেস দলকে যে সব গ্রাম ভোট দেবে না, তাঁরা নিশ্চয়তার সুবিধা পাবে না।”
যদিও এই মন্তব্যের জন্য কংগ্রেসের বিধায়কের প্রবল সমালোচনা করেছে কর্নাটকের বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীও কংগ্রেসের সমালোচনায় সরব হয়েছেন। এক হ্যান্ডল পোস্টে এ নিয়ে কর্নাটক বিজেপি লিখেছে, “নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার ক্ষমতা কংগ্রেসের নেই। প্রতিষ্ঠান বিরোধিতায় কংগ্রেস ডুবছে। সে জন্য কন্নড়দের ব্ল্যাকমেল করে আগামী লোকসভা নির্বাচনে ভোট পেতে চাইছে। কন্নড়দের প্রতি সম্মানের অভাব দেখিয়ে দিচ্ছে এই ঘটনা।”