পটনা: ছিলেন ভোটকুশলী। হলেন রাজনীতিক। রাজনীতির ময়দানে নামার কথা অনেকদিন আগেই জানিয়েছিলেন। অবশেষে নিজের রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা করলেন প্রশান্ত কিশোর। বুধবার তাঁর জন সুরজ গ্রুপ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করল। বিহারে বিধানসভা নির্বাচনে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে প্রশান্ত কিশোরের দল। প্রাক্তন আইএফএস আধিকারিক মনোজ ভারতী জন সুরজ পার্টির প্রথম কার্যকরী সভাপতি হলেন।
নভেম্বরে বিহারে চারটি বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা। ওই চারটি আসনেই তাঁর দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে এদিন জানান প্রশান্ত কিশোর। নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণার পর জনতার উদ্দেশে প্রাক্তন ভোটকুশলী পিকে বলেন, “লড়াই শুরু হল। আর পিছু হটব না।”
বিহারে মদের উপর নিষেধাজ্ঞা তোলার কথা অনেকদিন থেকেই বলে আসছেন প্রশান্ত কিশোর। এদিন দলের আনুষ্ঠানিক ঘোষণার পরও বললেন, বিহারে ক্ষমতায় এলে জন সুরজ পার্টি মদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। তিনি বলেন, মদের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় বিহারের প্রতি বছর ২০ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে। ক্ষমতায় এলে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ওই টাকায় শিক্ষা ক্ষেত্রের উন্নতি করবে জন সুরজ পার্টি। প্রসঙ্গত, ২০২৫ সালের শেষদিকে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে।
গত ২ বছরের বেশি সময় ধরে বিহারে বিভিন্ন প্রান্তে যাত্রা করেছেন প্রশান্ত কিশোর। তিনি রাজনৈতিক দল গড়তে প্রস্তুত বলে চলতি বছরের শুরুতেই ঘোষণা করেছিলেন। অবশেষে গান্ধী জয়ন্তীতে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা করলেন প্রাক্তন ভোটকুশলী।