Satya Pal Malik passes away: প্রয়াত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক

Satya Pal Malik passes away: সংবাদসংস্থা এএনআই-কে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১১ মে থেকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি ছিলেন সত্যপাল মালিক। ডায়ালিসিস চলছিল তাঁর। এদিন দুপুর ১টা ১০ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল।

Satya Pal Malik passes away: প্রয়াত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক
দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত সত্যপাল মালিকImage Credit source: PTI

Aug 05, 2025 | 3:37 PM

নয়াদিল্লি: প্রয়াত হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। মঙ্গলবার দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। সত্যপাল মালিকের ব্যক্তিগত সচিব কেএস রানা এদিন এই খবর জানান।

সংবাদসংস্থা এএনআই-কে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১১ মে থেকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি ছিলেন সত্যপাল মালিক। ডায়ালিসিস চলছিল তাঁর। এদিন দুপুর ১টা ১০ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল।

গত ৮ জুন সোশ্যাল মিডিয়ায় সত্যপাল মালিকের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে জানানো হয়, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালের শারীরিক অবস্থা গুরুতর। তার আগে এক বর্ষীয়ান রাজনীতিকও এক্স হ্য়ান্ডলে জানান, কিডনি সংক্রান্ত সমস্যার জন্য চিকিৎসা চলছে সত্যপাল মালিকের।

জম্মু ও কাশ্মীর ছাড়াও মেঘালয়, গোয়া, ওড়িশা এবং বিহারের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন সত্যপাল মালিক। রাম মনোহর লোহিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছয়ের দশকের মাঝামাঝি রাজনীতিতে যোগ দেন তিনি। ১৯৭৪ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত উত্তর প্রদেশ বিধানসভার সদস্য ছিলেন। আবার উত্তর প্রদেশ থেকে ২ দফায় রাজ্যসভার সাংসদ ছিলেন। প্রথমে ১৯৮০ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত। তারপর ১৯৮৬ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত। ১৯৮৯ সালে লোকসভা নির্বাচনে জনতা দলের টিকিটে আলিগড় আসনে জয়ী হন তিনি। ১৯৯১ সাল পর্যন্ত সাংসদ ছিল। ২০০৪ সালে বিজেপিতে যোগ দেন তিনি। ২০১২ সালে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হন।

২০১৭ সালে প্রথমে তিনি বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৮ সালের ২১ অগস্ট পর্যন্ত বিহারের রাজ্যপাল ছিলেন। সেই সময় কয়েকমাস ওড়িশার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও সামলেছেন। ২০১৮ সালের ২৩ অগস্ট জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ২০১৯ সালের ৩০ অক্টোবর পর্যন্ত সেখানকার রাজ্যপালের দায়িত্ব সামলেছেন। এরপর গোয়া ও মেঘালয়েরও রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন সত্যপাল মালিক।