
গোয়া: যুব ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য ‘রিক্রুটমেন্ট মন্ত্র’ (Recruitment Mantra) এইচআর কনসালটেন্সির প্রতিষ্ঠাতা অর্ঘ্য সরকারকে সম্মানিত করা হল ‘ইমপ্যাক্ট বিয়ন্ড মেজার সিএসআর অ্যাওয়ার্ড’-এ। গোয়ার রাজভবনে সেই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন গোয়ার রাজ্যপাল পিএস শ্রীধরণ পিল্লাই।
গোয়ার সমাজকল্যাণ মন্ত্রী সুভাষ ফলদেসাই এবং গোয়া সরকারের অতিরিক্ত সচিব অজিত পঞ্চওয়াদকর সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সরকারি আধিকারিক উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই অর্ঘ্য সরকারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অর্ঘ্য সরকার বলেন, “যে কোনও পুরস্কার অথবা স্বীকৃতি আমাকে সবসময় আরও কাজ করতে উৎসাহিত করে। আমাকে এবং আমার সংস্থা Recruitment Mantra-কে এই স্বীকৃতি দেওয়ার জন্য গোয়া সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এটি আমাদের জন্য একটি অত্যন্ত বিশেষ এবং মূল্যবান পুরস্কার। পুরস্কারের সঙ্গেই আসে নতুন দায়িত্ব এবং চ্যালেঞ্জ। আমি তা গ্রহণ করতে এবং সমাজে আরও অবদান রাখতে প্রস্তুত।”
অর্ঘ্য সরকার একজন সুপরিচিত ব্যক্তি, একজন টেডএক্স বক্তা, লেখক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং এইচআর হিসেবে একজন বিশেষজ্ঞ। তিনি কলকাতার শীর্ষস্থানীয় একটি কনসালটেন্সি পরিচালনা করেন। সেই সংস্থা সব স্তরের চাকরি প্রার্থীদের জন্য বিনামূল্যে পরিষেবা দেয়। তাঁর এই কর্মযজ্ঞ যুব কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে।
‘ইমপ্যাক্ট বিয়ন্ড মেজার সিএসআর অ্যাওয়ার্ড’ সমাজে অর্থপূর্ণ অবদান রাখার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলিকে স্বীকৃতি প্রদান করে। এমন কাজকে স্বীকৃতি দেওয়া হয়, যা অনেকের জীবনে অনুপ্রেরণা জোগায় এবং ইতিবাচক পরিবর্তন আনে।