ভোপাল: স্বামীর সঙ্গে ঝগড়া। ঝগড়ার সময় চড় মেরেছিল স্বামী। সেই রাগে চার সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন মহিলা। তড়িঘড়ি সবাইকে উদ্ধারে নামল স্থানীয় বাসিন্দারা। বাঁচানো গেল মহিলাকে। তবে তাঁর চার সন্তানকে বাঁচানো গেল না। রবিবার ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের মন্দসৌরে।
পুলিশ জানিয়েছে, বছর চল্লিশের ওই মহিলার নাম সুগনা বাঈ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ঝগড়ার সময় সুগনার স্বামী রোদু সিং তাঁকে চড় মারেন। তারপরই চার সন্তানকে নিয়ে বাড়ি ছাড়েন সুগনা। স্থানীয় একটি স্কুলে গিয়ে আশ্রয় নেন। রাতে সেখানেই সন্তানদের নিয়ে থাকেন তিনি। রবিবার সন্তানদের নিয়ে কুয়োয় ঝাঁপ দেন।
বিষয়টি জানতে পেরেই উদ্ধারে নামেন স্থানীয় বাসিন্দারা। জীবিত অবস্থায় উদ্ধার করা হয় সুগনাকে। অতিরিক্ত পুলিশ সুপার হেমলতা কুরিল জানান, প্রথমে শিশুদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাদের মৃতদেহ উদ্ধার হয় কুয়ো থেকে। মৃত চার শিশুর নাম অরবিন্দ(১১), অনুষা(৯), বিট্টু(৬) এবং কার্তিক(৩)। ময়নাতদন্তের জন্য চার শিশুর দেহ পাঠানো হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। শুধু স্বামীর সঙ্গে ঝগড়ার জেরেই মহিলা এতবড় পদক্ষেপ নিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।