Kashmir: জঙ্গি নিকেশে চিরুনি তল্লাশি, ৪ জায়গায় চলছে অভিযান

Kashmir: সেনা সূত্রে খবর, কাশ্মীরজুড়ে একাধিক সন্ত্রাসবাদ দমন অভিযান শুরু হয়েছে। বিশেষ করে নজর দেওয়া হয়েছে দক্ষিণের জেলাগুলিতে। সোপিয়ান ও পুলওয়ামায় নিরাপত্তা আরও আঁটোসাটো করা হয়েছে।

Kashmir: জঙ্গি নিকেশে চিরুনি তল্লাশি, ৪ জায়গায় চলছে অভিযান
সন্ত্রাসবাদ দমন অভিযানে সেনা (ফাইল ছবি)Image Credit source: PTI

Apr 29, 2025 | 1:42 PM

কাশ্মীর: চলছে চিরুনি তল্লাশি। জম্মু-কাশ্মীরে আরও জোরদার করা হয়েছে জঙ্গি দমন অভিযান। মঙ্গলবার কাশ্মীরে চারটি জঙ্গি দমন অভিযান চলছে। দুটি অভিযান আগে শুরু হয়েছিল, এদিনও সেই অভিযান চলছে। আর দক্ষিণ কাশ্মীরে এদিন বাকি দুটি অভিযান শুরু হয়েছে। সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়। জঙ্গি হামলার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঙ্কার দেন, হামলাকারী ও ষড়যন্ত্রীরা ছাড়া পাবে না। পহেলগাঁওয়ের ওই হামলার পর জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ দমন অভিযান আরও জোরদার করা হয়েছে।

সেনা সূত্রে খবর, কাশ্মীরজুড়ে একাধিক সন্ত্রাসবাদ দমন অভিযান শুরু হয়েছে। বিশেষ করে নজর দেওয়া হয়েছে দক্ষিণের জেলাগুলিতে। সোপিয়ান ও পুলওয়ামায় নিরাপত্তা আরও আঁটোসাটো করা হয়েছে। যেখানে ঘন জঙ্গল ও গ্রামীণ এলাকায় তল্লাশি অভিযান চলছে।

নিরাপত্তার কারণে প্রায় ৫০টি সরকারি পার্ক ও বাগান বন্ধ করা হয়েছে। একাধিক পর্যটনকেন্দ্র আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেই পর্যটনকেন্দ্রগুলির মধ্যে রয়েছে কোকেরনাগ, ডুকসাম, সিনথান টপ, দুশপাথরি।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে নয়াদিল্লি। সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছে। ভারতে আসা পাকিস্তানের নাগরিকদের সেদেশে ফেরত যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাসবাদ দমন অভিযান নিয়ে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।