মুম্বই: জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন। কিন্তু, সেখানে থেকে যে আর ওঠা হবে না, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি তাঁরা। জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল চার শ্রমিকের। রবিবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। একটি নির্মীয়মাণ বহুতলের জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে তাঁদের মৃত্যু হয়। আরও একজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ জানিয়েছে, নাগপদ এলাকায় এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। পাঁচ শ্রমিক জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন। অনেকক্ষণ কেটে যাওয়ার পর ডেকেও সাড়া না পেয়ে অন্যরা দমকলে খবর দেন। খবর পেয়েই আসেন দমকল কর্মীরা। ওই পাঁচ শ্রমিককে উদ্ধার করে সরকারি জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। একজন চিকিৎসাধীন রয়েছেন।
যে চার শ্রমিকের মৃত্যু হয়েছে, তাঁদের নাম হাসিপাল শেখ(১৯), রাজা শেখ(২০), জিয়াউল্লা শেখ(৩৬) এবং ইমান্দু শেখ(৩৮)। হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকের নাম পুরহান শেখ(৩১)।
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন ও স্থানীয় থানার পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে যায়। কী কারণে ওই চার শ্রমিকের মৃত্যু হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সঠিক নিরাপত্তা ব্যবস্থা মেনে ওই শ্রমিকরা জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে, যথাযথ পদক্ষেপ করা হবে বলে পুলিশ জানিয়েছে।