Arijit Singh: AI ব্যবহার করে অরিজিতের কণ্ঠ নকল, বড় নির্দেশ দিল বম্বে হাইকোর্ট

Aug 01, 2024 | 3:40 PM

Arijit Singh: দেশের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং অভিযোগ করেছিলেন, বিনা অনুমতিতে একাধিক AI ক্রিয়েটর তাঁর কণ্ঠ এবং গান গাওয়ার ধরনকে ব্যবহার করেছে। আবার কিছু অনলাইন প্ল্যাটফর্ম তাদের পণ্যে তাঁর ছবি, সই-সহ বিক্রি করছে। তাঁর নামে একাধিক ওয়েবসাইট চলছে। তাঁর বিনা অনুমতিতে এসব হচ্ছে।

Arijit Singh: AI ব্যবহার করে অরিজিতের কণ্ঠ নকল, বড় নির্দেশ দিল বম্বে হাইকোর্ট
অরিজিৎ সিং

Follow Us

মুম্বই: এ তো অরিজিৎ সিংয়ের গান। কণ্ঠ চিনিয়ে দেয় গায়ককে। কিন্তু, সত্যিই কি সবসময় তা হয়? বিজ্ঞানের অগ্রগতির যুগে এসে গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। যাকে ব্যবহার করে অরিজিৎ সিংয়ের মতো কণ্ঠ করা যাচ্ছে। তাঁর গান গাওয়ার ভঙ্গি নকল করা হচ্ছে। সই নকল করা হচ্ছে। বিনা অনুমতিতেই এসব হচ্ছে। এবার এই নিয়ে উষ্মা প্রকাশ করল বম্বে হাইকোর্ট। বাণিজ্যিক কিংবা ব্যক্তিগত স্বার্থে কোনওভাবেই একজন মানুষের ব্যক্তিত্বের অধিকারকে লঙ্ঘন করা যাবে না। গায়ক অরিজিৎ সিংয়ের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিল বম্বে হাইকোর্ট।

গত ২৬ জুলাই এই আবেদনের শুনানিতে বিচারপতি রিয়াজ চাগলা বলেন, সমালোচকদের কথা বলা এবং মতপ্রকাশের অধিকার রয়েছে। তা বলে বাণিজ্যিক স্বার্থে একজন সেলেব্রিটির ব্যক্তিত্বকে নষ্ট করা যায় না। ওয়েবসাইটে গ্রাহকদের আকর্ষণ করতে, সেলেব্রিটির জনপ্রিয়তাকে ব্যবহার করছে তাঁর বিনা অনুমতিতে। বিনা অনুমতিতে অরিজিতের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কোনওভাবেই ব্যবহার করা যাবে না। AI ব্যবহার করে অরিজিতের কণ্ঠ-সহ কোনও কিছুই মিডিয়ার অনলাইন প্ল্যাটফর্ম, বিজ্ঞাপন-সহ কোনও ক্ষেত্রেই ব্যবহার করা যাবে না।

দেশের জনপ্রিয় এই গায়ক অভিযোগ করেছিলেন, বিনা অনুমতিতে একাধিক AI ক্রিয়েটর তাঁর কণ্ঠ এবং গান গাওয়ার ধরনকে ব্যবহার করেছে। আবার কিছু অনলাইন প্ল্যাটফর্ম তাদের পণ্যে তাঁর ছবি, সই-সহ বিক্রি করছে। তাঁর নামে একাধিক ওয়েবসাইট চলছে। তাঁর বিনা অনুমতিতে এসব হচ্ছে। আদালতের কাছে অরিজিতের আইনজীবী হিরেন কামোদ বলেন, তাঁর মক্কেল বেশ কয়েক বছর কোনও ব্র্যান্ড এনডোর্সমেন্টের সঙ্গে যুক্ত নন। অরিজিতের আবেদন শুনে বম্বে হাইকোর্ট বিনা অনুমতিতে চলা ওইসব কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। ২ সেপ্টেম্বর অরিজিতের এই আবেদনের পরবর্তী শুনানি।

Next Article