Indian Air Force: রাতেই ‘স্ট্রাইক’? অন্ধকার নামতেই এক্সপ্রেসওয়ে ছুঁড়ে পরপর উড়ে গেল রাফয়েল, সুখোই, মিগ, উড়ল হারকিউলিসও

Indian Air Force: পহেলগাঁওতে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের হামলার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। যে কোনও মুহূর্তে বদলা নিতে তৈরি ভারত। এরই মধ্যে শুক্রবার রাতে দেখা গেল এক বিরল দৃশ্য।

Indian Air Force: রাতেই স্ট্রাইক? অন্ধকার নামতেই এক্সপ্রেসওয়ে ছুঁড়ে পরপর উড়ে গেল রাফয়েল, সুখোই, মিগ, উড়ল হারকিউলিসও
ফাইল ছবিImage Credit source: twitter (Indian Air Force)

May 03, 2025 | 6:48 AM

নয়া দিল্লি: কোনও নির্দিষ্ট রানওয়ে বা ফাঁকা মাঠে নয়। একেবারে রাজপথের উপর দিয়ে তীব্র আওয়াজ করে পরপর উড়ে যাচ্ছে সুখোই ৩০, রাফায়েল থেকে শুরু করে এমআই ১৭ হেলিকপ্টার পর্যন্ত। শুক্রবার রাতে কার্যত দেখা গেল এক বিরল দৃশ্য। রাতের অন্ধকারের মধ্যেই এক্সপ্রেসওয়ে ছুঁয়ে উড়ে যাচ্ছে বায়ুসেনার একের পর এক যুদ্ধবিমান। শুক্রবার রাত প্রায় ৯টা থেকে ১০টা এই ‘ল্যান্ড অ্যান্ড গো’ ড্রিল চলে উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলার গঙ্গা এক্সপ্রেসওয়েতে।

প্রায় সাড়ে তিন কিলোমিটা জুড়ে চলে সেই মহড়া। শুধু যুদ্ধ প্রস্তুতিই নয়, কোনও বিপর্যয় ঘটলে, উদ্ধারকাজ কীভাবে চালানো হবে, সেটাও ঝালিয়ে নিল বায়ুসেনা। শুক্রবার সকালেও ওই রাজপথেই বায়ুসেনার মহড়া দেখা যায়, তবে রাতের অন্ধকারে এভাবে মহড়া হওয়ায় প্রশ্ন উঠছে, তবে কি রাতের অন্ধকারেই হবে কোনও স্ট্রাইক? সেই কারণেই এই মহড়া?

পহেলগাঁওতে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের হামলার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। যে কোনও মুহূর্তে বদলা নিতে তৈরি ভারত। পর্যটকদের ধর্মের বিচারে খুন করার বদলা যে নেওয়া হবে, সে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই আবহেই এই মহড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

রাতের মহড়ায় উড়তে দেখা গিয়েছে রাফায়েল, মিরেজ-২০০০, জাগুয়ার, এএন-৩২ (ট্রান্সপোর্ট এয়ারক্রাফট), এমআই-১৭ হেলিকপ্টার। এমনকী সি-১৩০ জে সুপার হারকিউলিসও উড়তে দেখা গিয়ছে, যা বিগত কয়েক বছরে বিভিন্ন উদ্ধারকাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

শুক্রবার বিমানের প্রবল শব্দে ছুটে যান ওই এলাকার মানুষজন। কয়েক হাজার মানুষ চোখের সামনে একের পর এক যুদ্ধবিমান উড়তে দেখে, কার্যত স্তম্ভিত হয়ে যান।