Google: ‘ভারত’ নিয়ে বড় পদক্ষেপ গুগলের, সার্চ করলেই দেখা যাচ্ছে…
Bharat or India: সাধারণত, দেশের নাম বাংলায় 'ভারত; ও ইংরেজিতে 'ইন্ডিয়া' বলা হয়। টাকার নোট থেকে শুরু করে সবক্ষেত্রে অফিসিয়ালি দেশের নাম 'ইন্ডিয়া' ব্যবহৃত হয়। সম্প্রতি অবিজেপি জোট 'ইন্ডিয়া' নাম রাখার পর থেকেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজকর্মে ভারত নাম ব্যবহার করার প্রবণতা দেখা যায়। সম্প্রতি রেলমন্ত্রী দেশের নাম 'ইন্ডিয়া'-র পরিবর্তে 'ভারত' ব্যবহার করার ব্যাপারে মন্ত্রিসভায় প্রস্তাবও দিয়েছেন।
নয়া দিল্লি: দেশের নাম কী হবে- ‘ইন্ডিয়া’ (India) নাকি ‘ভারত’ (Bharat)? এই নিয়ে যখন বিতর্ক চলছে, তখন বড় চমক দিল গুগল। এবার গুগল ম্যাপে (Google map) ‘ভারত’ লিখে সার্চ করলেই চলে আসছে তেরঙা পতাকা-সহ দক্ষিণ এশিয়ার এই দেশটি। হিন্দি বা ইংরেজি- যে ভাষাতেই ভারত লেখা হোক না কেন, তেরঙা পতাকা-সহ এদেশেরই মানচিত্র খুলছে। এমনকি তেরঙার ডিজিটাল কোডও দেখাচ্ছে। আবার ‘ইন্ডিয়া’ লিখলেও একইভাবে দেশের মানচিত্র (Indian map) খুলে যাচ্ছে। যা বর্তমান সময়ে বিশেষ তাৎপর্যপূর্ণ।
‘ভারত’ লিখে সার্চ করলে কেবল তেরঙা-সহ দেশের মানচিত্র খুলছে না, স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, ‘ইন্ডিয়া অফিসিয়ালি দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া’। এটা দক্ষিণ এশিয়ার দেশ বলেও উল্লেখ করে দিচ্ছে গুগল। কেবল গুগল ম্যাপে নয়, গুগল ট্রান্সলেটর থেকে, গুগল নিউজ-সহ সবক্ষেত্রেই ‘ইন্ডিয়া’ বা ‘ভারত’ লিখলে ভারতীয় মানচিত্র খুলে যাচ্ছে।
সাধারণত, দেশের নাম বাংলায় ‘ভারত; ও ইংরেজিতে ‘ইন্ডিয়া’ বলা হয়। টাকার নোট থেকে শুরু করে সবক্ষেত্রে অফিসিয়ালি দেশের নাম ‘ইন্ডিয়া’ ব্যবহৃত হয়। সম্প্রতি অবিজেপি জোট ‘ইন্ডিয়া’ নাম রাখার পর থেকেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজকর্মে ভারত নাম ব্যবহার করার প্রবণতা দেখা যায়। সম্প্রতি রেলমন্ত্রী দেশের নাম ‘ইন্ডিয়া’-র পরিবর্তে ‘ভারত’ ব্যবহার করার ব্যাপারে মন্ত্রিসভায় প্রস্তাবও দিয়েছেন। তার মধ্যেই গুগল সার্চ ইঞ্জিনে ‘ভারত’ নামে দেশের মানচিত্র উঠে আসার ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। যদিও এই বিষয়ে কেন্দ্র বা গুগলের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ওয়াকিবহাল মহলের মতে, কেন্দ্রীয় সরকার যখন দেশের নাম ভারত ব্যবহার করার পরিকল্পনা করছে, তখন একপ্রস্থ হোমওয়ার্ক করতে শুরু করেছে গুগল।