
নয়াদিল্লি: ৬২ হাজার কোটি টাকা দিয়ে যুদ্ধবিমান কিনছে ভারত। আরও শক্তিশালী হতে চলেছে দেশের বায়ুসেনা। স্বাক্ষর হয়েছে চুক্তিও। হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেডকে দিয়ে দেওয়া হয়েছে বরাত। দু’বছরের মধ্যে বায়ুসেনার সঙ্গে শুরু হয়ে যাবে ডেলিভারিও।
বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম তরফে জানা গিয়েছে, HAL-র থেকে ৯৭টি তেজাস এমকে-১এ যুদ্ধবিমান কিনছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। যার দরুন খরচ পড়বে ৬২ হাজার কোটি টাকা। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, আগামী কয়েক বছরের মধ্যেই বায়ুসেনার হাতে ৬৮টি একক আসন ও ২৯টি দুই আসন বিশিষ্ট প্রশিক্ষণ যুদ্ধবিমান তুলে দিতে চলেছে হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড। ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্য়ে শুরু হবে প্রথম পর্যায়ের ডেলিভারি। তারপর আগামী ছয় বছরের মধ্য়ে সম্পূর্ণ ডেলিভারির কাজ শেষ করবে HAL।
জানা গিয়েছে, এই ৯৭টি যুদ্ধবিমানকে দেশীয় প্রযুক্তিতেই তৈরি করতে চলেছে HAL। সম্প্রতি অপারেশন সিঁদুরে বায়ুসেনার সাফল্য়ের পরই দেশীয় প্রযুক্তিতে জোর দেওয়ার বার্তা দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। সেই সূত্র ধরেই HAL-র থেকে কেনা এই নতুন যুদ্ধবিমানগুলি ৬৪ শতাংশ তৈরি হবে দেশীয় প্রযুক্তিতেই। এর আগেও ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে HAL-র থেকে ৪৬ হাজার কোটি টাকা দিয়ে ৮৩টি তেজাস যুদ্ধবিমান কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছিল কেন্দ্র। কিন্তু কোনও এক ‘অজ্ঞাত কারণেই’ সেই যুদ্ধবিমানগুলির ডেলিভারি বিলম্বিত হয়ে যায়।
তেজাসের হাত ধরে বাড়বে কর্মসংস্থানও। নয়দিল্লি সূত্রে খবর, এই তেজাস যুদ্ধবিমান তৈরির জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১১ হাজার ৭৫০ কর্মী নিয়োগ করতে পারে HAL। যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ব্যবহার করে তৈরি করবে যুদ্ধবিমান। যার জন্য় আবার ১০৫টি সংস্থাকে তেজাসের পরিকাঠামো তৈরির জন্য বরাতও দেওয়া হয়েছে।