লখনউ: খাবার পরিবেশনে দেরি হচ্ছে। শুধু এই কারণ দেখিয়ে মণ্ডপে পৌঁছেও বিয়ে করলেন না বর। তবে সেদিনই নিজের এক তুতো বোনকে বিয়ে করলেন। যা নিয়ে হইচই পড়ে যায়। কনের পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের চানদৌলি এলাকায়।
কনে জানান, দেখাশোনা করে বিয়ে ঠিক হয়েছিল মাস সাতেক আগে। ২২ ডিসেম্বর তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। হামিদপুর গ্রামে তাঁদের বাড়িতে সেদিন বর ও বরযাত্রী পৌঁছয়। সবাইকে সাদরে অভ্যর্থনা জানানো হয়।
কনে বলেন, “আমি সকাল থেকে অপেক্ষা করেছিলাম। বর এবং বরযাত্রীরা এলেন। খেলেন। তারপর আমার বাবা-মাকে অপমান করে চলে গেলেন। আমি বিচার চেয়ে থানায় অভিযোগ করেছি।”
বর কেন মণ্ডপ ছেড়ে চলে গেলেন? কনে বলেন, বরযাত্রীরা খেতে বসেছিলেন। বরকে খাবার পরিবেশনে একটু দেরি হয়েছিল। এই নিয়ে তাঁর বন্ধুরা তাঁকে উপহাস করেন। তখনই তিনি রেগে যান। তারপর কনের বাড়ির লোকেদের সঙ্গে বচসা বাধে বরপক্ষের। গ্রামের লোকেরা বরপক্ষকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, বর ও বরযাত্রীরা মণ্ডপ ছেড়ে চলে যান।
ঘটনার আকস্মিকতায় কনেপক্ষ যখন বিমর্ষ, তখন বাড়ি ফিরে গিয়ে কয়েক ঘণ্টার মধ্যে এক তুতো বোনকে বিয়ে করেন বর। এরপর কনে এবং তাঁর পরিবার থানায় যান। বরের পরিবারের বিরুদ্ধে অভিযোগ জানান। তাঁদের বক্তব্য, বিয়ের অনুষ্ঠানের ঠিক আগেই বরের পরিবারকে দেড় লক্ষ টাকা দিয়েছিলেন তাঁরা।
অভিযোগের পরও পুলিশ নিষ্ক্রিয় বলে অভিযোগ তুলে পুলিশ সুপার আদিত্য লাগহের কাছে অভিযোগ জানান কনের পরিবার। কনের মা বলেন, তাঁরা ২০০ বরযাত্রীর জন্য খাবার ব্যবস্থা করেছিলেন। এর জন্য ৭ লক্ষ টাকাখরচ হয়েছে। সূত্রে জানা গিয়েছে, পুলিশ সুপার দুই পক্ষকে ডেকে পাঠিয়েছিলেন। সেখানে দুই পক্ষই বিষয়টি নিজেদের মধ্যে মিটমাট করার কথা জানিয়েছে। জানা গিয়েছে, মেয়ের পরিবারকে ১ লক্ষ ৬১ হাজার দিতে সম্মত হয়েছে বরের পরিবার।