GST Hike: ১২৮ টাকার সিগারেটের প্যাকেট কিনতে হবে ১৪০ টাকায়, দাম বাড়ছে ফাস্ট ফুডেরও

অর্থাৎ ব্যয়বহুল জিনিস এবার থেকে হবে আরও ব্যয়বহুল। সিগারেট এবং পান মশলার দামে একলাফে অনেকটা বেড়ে যাবে। সরকারের এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে দামে।

GST Hike: ১২৮ টাকার সিগারেটের প্যাকেট কিনতে হবে ১৪০ টাকায়, দাম বাড়ছে ফাস্ট ফুডেরও
Image Credit source: Getty Image

Sep 04, 2025 | 12:16 AM

নয়া দিল্লি: জিএসটি কাউন্সিলের বৈঠকে একদিকে যেমন স্বস্তির খবর মিলেছে, তেমনই সিগারেটপ্রেমীদের জন্য খারাপ খবর। তামাকজাত পণ্যের উপর করের বোঝা আরও বাড়বে। ফলে, নিত্যপ্রয়োজনীয় জিনিস বা ওষুধের দাম কমলেও সিগারেট সহ বিভিন্ন তামাকজাত পণ্য়ের দাম বাড়ছে।

সিগারেট, গুটখা, পান মশলা এবং সমস্ত তামাকজাত পণ্যের উপর করের বোঝা আরও বাড়নো হচ্ছে। সরকার এই সমস্ত পণ্যের উপর জিএসটি হার ২৮ শতাংশ থেকে বাড়িয়ে সরাসরি ৪০ শতাংশ করে দিয়েছে। এই নতুন হার আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। কেবল তামাকজাত পণ্যই নয়, বিলাসবহুল গাড়ি, ফাস্ট ফুড এবং মিষ্টি বা চিনিযুক্ত পানীয়ের উপরও ৪০ শতাংশ কর আরোপ করা হল।

অর্থাৎ ব্যয়বহুল জিনিস এবার থেকে হবে আরও ব্যয়বহুল। সিগারেট এবং পান মশলার দামে একলাফে অনেকটা বেড়ে যাবে। সরকারের এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে দামে।

বর্তমানে যে সিগারেটের একটি প্যাকেট ২৫৬ টাকায় পাওয়া যায়, নতুন হারের পরে তার দাম হবে প্রায় ২৮০ টাকা হবে , যে প্যাকেটের দাম ১২৮ টাকা, সেগুলির দাম বেড়ে হবে ১৪০ টাকা। একইভাবে গুটখা, জর্দা, তামাক এবং পান মশলার মতো পণ্যের দামও দ্রুত বৃদ্ধি পাবে।

যে সব জিনিসের উপর ৪০ শতাংশ জিএসটি ধার্য হচ্ছে-

১. সিগারেট-পান মশলা।

২.ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড।

৩. কার্বনেটেড এবং চিনিযুক্ত পানীয়।

৪. বিলাসবহুল গাড়ি এবং ব্যক্তিগত বিমান।