Arvind Kejriwal: একলা লড়বেন হরিয়ানায়, নীতীশ-অস্বস্তির মাঝেই কেজরীবালের বড় ঘোষণা
Hariyana Assembly Election: অরবিন্দ কেজরীবালের কথায়, "হরিয়ানার ৯০টি আসনেই আমরা একা লড়ব।" ইতিমধ্যেই কেজরী স্পষ্ট করে দিয়েছেন, পঞ্জাবে লোকসভা ভোটেও একা লড়বেন তাঁরা। সেখানে আসন সমঝোতার পথে হাঁটছে না ঝাড়ু-দল। কেজরী বলেন, হরিয়ানার ছেলে তিনি।
নয়া দিল্লি: বিহারের রাজনীতিতে নীতীশ কুমার যে ধাক্কা দিয়েছেন, আপাতত তার রেশ চলছে সর্বভারতীয় রাজনীতির অলিন্দেও। বিরোধী শিবির থেকে বেরিয়ে গিয়ে আবারও এনডিএতে যোগ দিয়েছেন নীতীশ। সকালে পদত্যাগ করে বিকেলেই বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। নিঃসন্দেহে নীতীশের এই সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের পক্ষে বড় ধাক্কা। এরইমধ্যে ‘ইন্ডিয়া’ রাজনীতিতে নতুন মোচড় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বক্তব্যে। রবিবার আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল বলেন, লোকসভা ভোটে ইন্ডিয়া ব্লকের সঙ্গে চললেও হরিয়ানা ভোটে একাই লড়বে তাঁর দল।
অরবিন্দ কেজরীবালের কথায়, “হরিয়ানার ৯০টি আসনেই আমরা একা লড়ব।” ইতিমধ্যেই কেজরী স্পষ্ট করে দিয়েছেন, পঞ্জাবে লোকসভা ভোটেও একা লড়বেন তাঁরা। সেখানে আসন সমঝোতার পথে হাঁটছে না ঝাড়ু-দল। কেজরী বলেন, হরিয়ানার ছেলে তিনি। হরিয়ানার রক্ত তাঁর শরীরে। হরিয়ানার মানুষদের দিয়ে তাই তাঁকে যেন কেউ ভয় দেখানোর না চেষ্টা করেন।
তবে হরিয়ানা ভোট নিয়ে কেজরীবালের এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই নানা মহলে চর্চা শুরু হয়েছে। ইন্ডিয়া জোটের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ তা। এ বছর হরিয়ানায় বিধানসভা ভোট। লোকসভা ভোটের নিরিখে তৈরি হওয়া ইন্ডিয়া জোটে আপ-কংগ্রেস একসঙ্গে চললেও, হরিয়ানায় নির্বাচনের ক্ষেত্রে তারা যে একে অপরের সঙ্গে সম্মুখ সমরেই নামছে, তা কেজরীবালের কথায় স্পষ্ট।