হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হল শনিবার। ৯০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়। সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১০৩১ জন প্রার্থী। মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির পাশাপাশি, কংগ্রেসের ভূপেন্দ্র হুডা, জেজেপি-র দুষ্যন্ত চৌতালা প্রমুখ রয়েছেন সেই প্রার্থীদের তালিকায়।
রাজ্যের মোট ভোটার ২,০৩,৫৪,৩৫০ জন। ভোটের জন্য রাজ্যে ২০ হাজার ৬৩২টি পোলিং বুথ তৈরি করা হয়।
হরিয়ানার ৯০টি বিধানসভা আসনেই এদিন ভোটগ্রহণ হয়। বিকেল ৫টা পর্যন্ত ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। হরিয়ানা ও জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৮ অক্টোবর। কারা ক্ষমতা দখল করবে, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। ফলের জন্য অপেক্ষা করতে হবে আরও তিনদিন।
বিকেল ৩টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে যমুনানগরে। সেখানে ভোট পড়েছে ৫৬.৭৯ শতাংশ। মেওয়াতে ভোট পড়েছে ৫৬.৫৯ শতাংশ। ৫৬.০২ শতাংশ ভোট পড়েছে পালওয়ালে। জিন্দে ভোট পড়েছে ৫৩.৯৪ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে গুরুগ্রামে। সেখানে ভোট পড়েছে ৩৮.৬১ শতাংশ।
এদিন নু জেলার পুনাহানাতে ঝামেলায় জড়ান নির্দল প্রার্থ রইস খান এবং কংগ্রেস প্রার্থী মহম্মদ ইলিয়াসের সমর্থকরা। পরস্পরের দিকে লক্ষ্য করে ইট ছুড়তে দেখা যায়।
VIDEO | Haryana Elections 2024: Scuffle broke out between supporters of Congress candidate from Punahana Mohammad Ilyas and independent candidate Raees Khan earlier today in Nuh.
(Source: Third Party)#HaryanaElection2024#HaryanaAssemblyElections2024 pic.twitter.com/mnAJd5ddjD
— Press Trust of India (@PTI_News) October 5, 2024
ভোট দিলেন কুস্তিগীর কথা কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগাট। জুলনা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন তিনি। ভোট দিয়ে ভিনেশ বলেন, সবথেকে বড় গণতন্ত্রের উৎসব চলছে। মানুষ যাতে ভোট দেন সেই আবেদন করেন ফোগাট।
#WATCH | Congress candidate from Julana Assembly Constituency Vinesh Phogat arrives at a polling station in Charkhi Dadri to cast her vote for #HaryanaElelction
She says, “It is a huge festival for Haryana and a very big day for the people of the state. I am making an appeal to… pic.twitter.com/7LoYTR0Xvl
— ANI (@ANI) October 5, 2024
সকাল ৭টা হরিয়ানায় শুরু হয়েছে ভোটগ্রহণ। সকালেই কারনালে ভোট দিয়েছেন হরিয়ানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, ‘বিজেপি এবার ৫০টির বেশি আসন পাবে।’
#WATCH | Union Minister Manohar Lal Khattar casts his vote at a polling station in Karnal for the #HaryanaElection pic.twitter.com/V297HyO8bP
— ANI (@ANI) October 5, 2024
শান্তিপূর্ণ ভাবে হরিয়ানায় ভোট করাতে একদফাতেই হচ্ছে ভোট। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা রাজ্য জুড়ে। মোট ২৯,৪৬২ জন পুলিশ কর্মী, ২১,১৯৬ জন হোম গার্ড এবং ১০,৪০৩ জন বিশেষ পুলিশ অফিসার (এসপিও) নিয়োগ করা হয়েছে।