Haryana Assembly Election 2024 Live Updates: হরিয়ানায় ভোট পড়ল ৬০ শতাংশের বেশি, ৩ দিন পর ফল ঘোষণা

তন্নিষ্ঠা ভাণ্ডারী | Edited By: সঞ্জয় পাইকার

Oct 05, 2024 | 8:39 PM

Haryana Assembly Election 2024 Live Updates: হরিয়ানার ৯০টি বিধানসভা আসনে আজ একদফাতেই হচ্ছে ভোটগ্রহণ। এবার বিজেপি, কংগ্রেস, জেজেপি, আইএনএলডি ও বিএসপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। মোট প্রার্থীর সংখ্যা ১০৩১।

Haryana Assembly Election 2024 Live Updates: হরিয়ানায় ভোট পড়ল ৬০ শতাংশের বেশি, ৩ দিন পর ফল ঘোষণা
হরিয়ানা বিধানসভা ভোট
Image Credit source: PTI

Follow Us

হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হল শনিবার। ৯০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়। সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১০৩১ জন প্রার্থী। মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির পাশাপাশি, কংগ্রেসের ভূপেন্দ্র হুডা, জেজেপি-র দুষ্যন্ত চৌতালা প্রমুখ রয়েছেন সেই প্রার্থীদের তালিকায়।

রাজ্যের মোট ভোটার ২,০৩,৫৪,৩৫০ জন। ভোটের জন্য রাজ্যে ২০ হাজার ৬৩২টি পোলিং বুথ তৈরি করা হয়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 05 Oct 2024 06:25 PM (IST)

    ভোট পড়ল ৬০ শতাংশের বেশি

    হরিয়ানার ৯০টি বিধানসভা আসনেই এদিন ভোটগ্রহণ হয়। বিকেল ৫টা পর্যন্ত ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। হরিয়ানা ও জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৮ অক্টোবর। কারা ক্ষমতা দখল করবে, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। ফলের জন্য অপেক্ষা করতে হবে আরও তিনদিন।

  • 05 Oct 2024 04:21 PM (IST)

    বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৪৯.১৩ শতাংশ

    বিকেল ৩টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে যমুনানগরে। সেখানে ভোট পড়েছে ৫৬.৭৯ শতাংশ। মেওয়াতে ভোট পড়েছে ৫৬.৫৯ শতাংশ। ৫৬.০২ শতাংশ ভোট পড়েছে পালওয়ালে। জিন্দে ভোট পড়েছে ৫৩.৯৪ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে গুরুগ্রামে। সেখানে ভোট পড়েছে ৩৮.৬১ শতাংশ।


  • 05 Oct 2024 02:07 PM (IST)

    নু-তে নির্দল ও কংগ্রেস প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা

    এদিন নু জেলার পুনাহানাতে ঝামেলায় জড়ান নির্দল প্রার্থ রইস খান এবং কংগ্রেস প্রার্থী মহম্মদ ইলিয়াসের সমর্থকরা। পরস্পরের দিকে লক্ষ্য করে ইট ছুড়তে দেখা যায়।

  • 05 Oct 2024 09:17 AM (IST)

    ভোট দিলেন ভিনেশ ফোগাট

    ভোট দিলেন কুস্তিগীর কথা কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগাট। জুলনা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন তিনি। ভোট দিয়ে ভিনেশ বলেন, সবথেকে বড় গণতন্ত্রের উৎসব চলছে। মানুষ যাতে ভোট দেন সেই আবেদন করেন ফোগাট।

  • 05 Oct 2024 07:36 AM (IST)

    ভোট দিলেন মনোহর লাল খট্টর

    সকাল ৭টা হরিয়ানায় শুরু হয়েছে ভোটগ্রহণ। সকালেই কারনালে ভোট দিয়েছেন হরিয়ানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, ‘বিজেপি এবার ৫০টির বেশি আসন পাবে।’

  • 05 Oct 2024 07:33 AM (IST)

    কড়া নিরাপত্তায় মোড়া গোটা হরিয়ানা

    শান্তিপূর্ণ ভাবে হরিয়ানায় ভোট করাতে একদফাতেই হচ্ছে ভোট। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা রাজ্য জুড়ে। মোট ২৯,৪৬২ জন পুলিশ কর্মী, ২১,১৯৬ জন হোম গার্ড এবং ১০,৪০৩ জন বিশেষ পুলিশ অফিসার (এসপিও) নিয়োগ করা হয়েছে।