Jagdeep Dhankhar: ‘…একাধিকবার সুযোগ পেয়েছেন’, ধনখড়ের ইস্তফায় মুখ খুললেন মোদী

Jagdeep Dhankhar: ইতিমধ্যেই শাসক-বিরোধী জলঘোলা শুরু হয়েছে। গোটা ব্যাপারটাকেই সন্দেহের আতশকাচের নীচে ফেলে দেখছে বিরোধী শিবির। শারীরিক অসুস্থতার তত্ত্ব মানতে নারাজ তারা।

Jagdeep Dhankhar: ...একাধিকবার সুযোগ পেয়েছেন, ধনখড়ের ইস্তফায় মুখ খুললেন মোদী
বাঁদিকে মোদী, ডান দিকে জগদীপ ধনখড়Image Credit source: PTI

|

Jul 22, 2025 | 1:49 PM

নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। সোমবার সারাদিন কাজের পর সন্ধ্যায় কোনও আগাম অনুমতি ছাড়াই রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যান তিনি। এরপর সেখানেই নিজের ইস্তফা পত্র জমা দেন তিনি। যা ইতিমধ্য়েই গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

তবে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের ইস্তফা নিয়ে কম জল বয়ে যায়নি যমুনা হয়ে। ইতিমধ্যেই শাসক-বিরোধী জলঘোলা শুরু হয়েছে। গোটা ব্যাপারটাকেই সন্দেহের আতশকাচের নীচে ফেলে দেখছে বিরোধী শিবির। শারীরিক অসুস্থতার তত্ত্ব মানতে নারাজ তারা।

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু স্বাভাবিক রয়েছেন। মঙ্গলবার সকালে উপরাষ্ট্রপতি-সহ বিভিন্ন পদে ধনখড়ের কাজের কথা উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি, আগামী দিনে সে যাতে সুস্থ থাকে, সেই বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি-সহ নানা পদে দেশ সেবার একাধিকবার সুযোগ পেয়েছেন। আমি আশা রাখি, তার শরীর-স্বাস্থ্য আগামী দিনে ভাল থাকবে।”

উল্লেখ্য, সোমবার সাড়ে ১২টায় সংসদের ব্যবসায়িক উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক ছিল ধনখড়ের। অধিবেশন সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেপি নড্ডা ও কিরেণ রিজিজুও। কিন্তু কিছুক্ষণ বৈঠকের পর তা স্থগিত হয়ে যায়। সাড়ে ৪টেয় আবার বৈঠক হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক হয়ও। চেয়ারে বসেন ধনখড়। কিন্তু নড্ডা-রিজিজুর খোঁজ মেলে না। যার জেরে বাতিল হয়ে যায় বৈঠক। আর সন্ধ্যা হতেই আসে ইস্তফার খবর।