লখনউ: ত্রিকোণ প্রেমেই সব শেষ। পেশায় মার্চেন্ট নেভি অফিসারকে একেবারে খতম করল খোদ তাঁর স্ত্রী। ঘটনা উত্তরপ্রদেশের মীরাঠের। স্ত্রী ও তার প্রেমিকের ‘মধুর আলাপে’ বাধা হতেই স্বামীকে কুপিয়ে মারল তারা। ১৫ টুকরো করে ঢুকিয়ে দিল ড্রামে। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের।
মৃতের নাম সৌরভ রাজপুত। পুলিশ সূত্রে খবর, স্ত্রীয়ের সঙ্গে যে খোদ তার বন্ধুর বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছে তা জানতেন মৃত সৌরভ। বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ছোট্ট একটা কন্যা থাকায় কখনও বিচ্ছেদের কথা ভাবতে পারেননি তিনি। আর সেটাই কাল হল তার জীবনে।
পেশা সূত্রে থাকতে হত দেশের বাইরেই। গত মাসের ২৮ তারিখ মেয়ের জন্মদিনের আগে এক মাসের ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন সৌরভ। তার বাড়ি ফেরায় স্ত্রী-প্রেমিকের ‘মধুর আলাপে’ বাঁধা পড়ে। আর তারপরেই গত ৪ঠা মার্চ দু’জনে সৌরভের খাবার ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খুন করে। এরপর ১৫ টুকরো করে সোজা ড্রামে ঢুকিয়ে রেখে দেয়। এবার সৌরভের অনেকদিন ধরেই হদিশ না পাওয়া উদ্বিগ্ন হয় পাড়া প্রতিবেশি। উদ্বিগ্ন হয় সৌরভের পরিবারও। তখনই তারা খবর দেয় পুলিশে। উদ্ধার হয় মৃতদেহ।
এবার এই ঘটনায় মুখ খুলেছে খোদ সৌরভের শ্বশুর-শাশুড়িও। তাদের দাবি, ‘মেয়ের এমন কাণ্ড সম্পর্কে জানতেই আমাদের পায়ের তলার মাটি সরে যায়। ওর সর্বোচ্চ সাজা হওয়া উচিত। সৌরভ ওকে অন্ধের মতো ভালবাসত। ওর জন্য কোনও কিছু করতে বাদ রাখেনি। নিজের পরিবারকেও পর্যন্ত ছেড়ে দিয়েছিল। আর তার সঙ্গে এমনটা হল।’