কলকাতা ও নয়া দিল্লি: নতুন এক জোড়া মেডিক্যাল কলেজ (Medical College) পাচ্ছে বাংলা। বৃহস্পতিবার গোটা দেশে ৫০টি নতুন মেডিক্যাল কলেজের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry)। এর মধ্যে দু’টি মেডিক্যাল কলেজ পশ্চিমবঙ্গের। একটি কলকাতা সংলগ্ন সল্টলেক সেক্টর ফাইভে। অন্যটি নদিয়ার চাকদায়। দু’টি মেডিক্যাল কলেজ থেকেই এমএমবিএস কোর্স করা যাবে। উভয় ক্ষেত্রেই প্রস্তাবিত আসন সংখ্যা ১৫০। তবে এই দুটি মেডিক্যাল কলেজ সরকারি প্রতিষ্ঠান নয়। সল্টলেকের মেডিক্যাল কলেজটি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের। নদিয়ার মেডিক্যাল কলেজটি ট্রাস্ট কিংবা পিপিপি মডেলে চালানো হবে।
এদিন স্বাস্থ্য মন্ত্রকের থেকে যে ৫০টি মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে শুধু পশ্চিমবঙ্গই নয়… এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাট, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু, তেলাঙ্গানা এবং উত্তর প্রদেশও রয়েছে। এই ৫০টি মেডিক্যাল কলেজের মধ্যে ২৯টি সরকারি মেডিক্যাল কলেজ। বাকিগুলির মধ্যে কোনওটি বেসরকারি, কোনওটি ট্রাস্ট আবার কোনওটি পিপিপি মডেলে চলবে। সবথেকে বেশি মেডিক্যাল কলেজ পাচ্ছে তেলাঙ্গানা। সে রাজ্যে মোট ১৩ টি মেডিক্যাল কলেজের জন্য সবুজ সংকেত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। যার মধ্যে নয়টি সরকারি এবং চারটি ট্রাস্ট নিয়ন্ত্রিত।