
প্রয়াগরাজ: স্ত্রীর জন্য় যদি স্বামী আয় করার ক্ষমতা হারিয়ে ফেলেন, তাহলে সে ক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছে টাকা চাইতে পারেন না। এক স্ত্রীর করা মামলায় স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট। স্বামীর কাছ থেকে টাকা চেয়ে মামলা করেছিলেন এক মহিলা। সেই মামলায় স্ত্রীর আবেদন খারিজ করে দিল এলাহবাদ হাই কোর্ট।
স্বামী পেশায় হোমিওপ্যাথি ডাক্তার। অভিযোগ, স্ত্রীর ভাই অর্থাৎ শালা ও শ্বশুর ক্লিনিকে ঢুকে গুলি করেছিলেন ওই ডাক্তারকে। তারপর থেকেই কাজ করার ক্ষমতা হারিয়েছেন স্বামী। আর সেই স্বামীর কাছে টাকা চেয়ে প্রথমে স্ত্রী মামলা করেন কুশীনগর আদালতে। সেখানে সেই মামলা খারিজ হয়ে যায়। এরপর মামলা হয় এলাহবাদ হাইকোর্টে।
নিম্ন আদালতের রায় বহাল রেখেছে হাইকোর্টও। বিচারপতি লক্ষ্মীকান্ত শুক্লা বলেন, “এই অবস্থায় ভরণপোষণের জন্য টাকা দেওয়ার নির্দেশ দেওয়া অন্যায় হবে। আর এ ক্ষেত্রে তো স্ত্রীর পরিবার স্বামীর কাজের ক্ষমতা হারানোর জন্য দায়ী।
জানা গিয়েছে, বেদ প্রকাশ সিং নামে ওই ব্যক্তি ক্লিনিকে বাদানুবাদ চলাকালীন গুলিবিদ্ধ হন। গুলি করার অভিযোগ ওঠে শালা ও শ্বশুরের বিরুদ্ধে। এরপর স্পাইনাল কর্ডে একটি সার্জারি হয় ওই ব্যক্তির। ফলে ওই ব্যক্তির প্যারালিসিস হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আপাতত তিনি ভালভালে বসতেও পারেন না।
আদালত স্পষ্ট জানিয়েছে, স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব স্বামীর নেওয়ার কথা থাকলেও এ ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই ব্যতিক্রমী। বিচারপতি বলেন, “যদি স্ত্রীর জন্য় স্বামী কর্মক্ষমতা হারায়, তাহলে সেই সুযোগ নিয়ে স্ত্রী ভরণপোষণের টাকা চাইতে পারেন না।”