Republic Day 2025: সেজে উঠেছে কর্তব্য পথ! প্রজাতন্ত্র দিবসে এই মুসলিম দেশের প্রেসিডেন্টকে প্রধান অতিথি করে আনল ভারত
Republic Day 2025: কর্তব্য পথের সজ্জার দিক থেকে কোনও রকম ফাঁকি রাখতে চায় না কেন্দ্রীয় সরকার। তাই দেওয়া হয়েছে বিশেষ নজর। চলতি বছরে ট্যাবলোর থিম হিসাবে নির্বাচন করা হয়েছে 'ঐতিহ্য ও বিকাশ'কে। দেশের ঐতিহ্য ও গত কয়েক দশক ধরে দেশের অন্দরে ক্রমবর্ধমান বিকাশকেই তুলে ধরা হবে এই ট্যাবলোয়।
নয়াদিল্লি: আবার একটা নতুন বছর। আরও একটা নতুন প্রজাতন্ত্র দিবসের উৎসব। নয়াদিল্লির কর্তব্য পথের চারপাশে এখন জোর নিরাপত্তা। চলছে সাজানোর কাজ। ৭৬ তম প্রজাতন্ত দিবস পালন করতে চলেছে গোটা। দিনও একেবারে এগিয়েই এল বললেই চলে। এবারের প্রজাতন্ত্র দিবসের নতুন চমক কোনটি? কোন থিমে সেজে উঠল ট্যাবলো? বিশেষ অতিথিই বা কারা?
কেন্দ্র সরকার সূত্রে জানা গিয়েছে, ৭৬ তম প্রজাতন্ত দিবস উপলক্ষে জোরকদমে শুরু হয়ে গিয়েছে কাজ। কর্তব্য পথের সজ্জার দিক থেকে কোনও রকম ফাঁকি রাখতে চায় না কেন্দ্রীয় সরকার। তাই দেওয়া হয়েছে বিশেষ নজর। চলতি বছরে ট্যাবলোর থিম হিসাবে নির্বাচন করা হয়েছে ‘ঐতিহ্য ও বিকাশ’কে। দেশের ঐতিহ্য ও গত কয়েক দশক ধরে দেশের অন্দরে ক্রমবর্ধমান বিকাশকেই তুলে ধরা হবে এই ট্যাবলোয়।
যোগ দেবে কোন কোন রাজ্য?
প্রতি বছরই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কর্তব্য পথে কেন্দ্রের ট্যাবলোর সঙ্গে কুচকাওয়াজে অংশগ্রহণ করে দেশের অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের পাঠানো ট্যাবলোগুলিও। চলতি বছরেও বহাল তবিয়তে বজায় রইল সেই নিয়ম। অন্ধ্রপ্রদেশ, বিহার, গোয়া, গুজরাট-সহ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করবে একাধিক রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি। আর এই তালিকায় কিন্তু নাম রয়েছে বাংলারও।
বিশেষ অতিথি কারা?
দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজির হতে চলেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত। সম্প্রতি ভারত সরকারের ব্রহ্মস চুক্তি সাক্ষর করতে রাজি হয়েছে তারা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সে দেশের প্রেসিডেন্টের এই সফরের মধ্যে দিয়ে এক দফা চূড়ান্ত বৈঠকও সেরে ফেলা হবে বলেই খবর। ভারতের থেকে মোট ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ব্রহ্মস মিসাইল কিনতে চায় তারা।