Ajit Pawar’s Net Worth: স্ত্রীর কোটি কোটি টাকার সম্পত্তি, কত টাকার মালিক ছিলেন অজিত?

Ajit Pawar: অজিতের স্ত্রী সুনেত্রা পওয়ার একজন রাজ্যসভার সাংসদ। সুনেত্রার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৪.৫৭ কোটি টাকা। এবং অজিতের স্ত্রীর নামে স্থাবর সম্পত্তি রয়েছে ৫৮ কোটি ৩৯ লক্ষ টাকার। ২০২৪ সালের নভেম্বরে হলফনামা জমা দেওয়ার সময় অজিত পওয়ারের হাতে নগদ ছিল ১৪.১২ লক্ষ টাকা। তাঁর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬.৮১ কোটি টাকা রয়েছে বলে হলফনামায় জানান এনসিপি প্রধান।

Ajit Pawars Net Worth: স্ত্রীর কোটি কোটি টাকার সম্পত্তি, কত টাকার মালিক ছিলেন অজিত?
অজিত পওয়ারImage Credit source: PTI

Jan 28, 2026 | 1:40 PM

মুম্বই: পৃথ্বীরাজ চহ্বান থেকে দেবেন্দ্র ফড়নবীস। মহারাষ্ট্রের একাধিক মুখ্যমন্ত্রীর ডেপুটি থেকেছেন তিনি। সরকার, জোট বদল হলেও উপমুখ্যমন্ত্রী পদটি যেন তাঁর নামের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। বুধবার মহারাষ্ট্রের সেই উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন। মহারাষ্ট্রের জোট রাজনীতিতে অন্যতম ‘চরিত্র’ ছিলেন তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ কত? ২০২৪ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় হলফনামায় কী জানিয়েছিলেন তিনি?

কত সম্পত্তি অজিত পওয়ারের?

২০২৪ সালের নভেম্বরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বারামতী আসনে প্রার্থী হয়েছিলেন এনসিপি প্রধান অজিত পওয়ার। সেইসময় হলফনামায় নিজের ও স্ত্রীর সম্পত্তির পরিমাণ জানিয়েছিলেন। আর সেই হলফনামা থেকেই জানা যায়, তাঁর ও স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১২৪ কোটি টাকার মতো। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮.২২ কোটি টাকা। আর স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৭.১৫ কোটি টাকা।

অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে দুটি গাড়ি। একটি টয়েটো ক্যামরি এবং অন্যটি হন্ডা সিআরভি। রুপোর গয়না, স্থায়ী আমানত রয়েছে। একইসঙ্গে শেয়ার বাজারেও বিনিয়োগ রয়েছে তাঁর। অজিতের স্ত্রী সুনেত্রা পওয়ার একজন রাজ্যসভার সাংসদ। সুনেত্রার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৪.৫৭ কোটি টাকা। এবং অজিতের স্ত্রীর নামে স্থাবর সম্পত্তি রয়েছে ৫৮ কোটি ৩৯ লক্ষ টাকার।

২০২৪ সালের নভেম্বরে হলফনামা জমা দেওয়ার সময় অজিত পওয়ারের হাতে নগদ ছিল ১৪.১২ লক্ষ টাকা। তাঁর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬.৮১ কোটি টাকা রয়েছে বলে হলফনামায় জানান এনসিপি প্রধান। তাঁর একটি ১ কোটি টাকার বেশি এলআইসি পলিসি রয়েছে। আর স্ত্রীর নামে ৪৪ লক্ষ টাকার বেশি এলআইসি পলিসি রয়েছে।

স্ত্রী ও দুই পুত্রকে রেখে এদিন বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর ছেষট্টির অজিত। তাঁর মৃত্যুতে মহারাষ্ট্রের রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হল বলে রাজনীতির কারবারিরা বলছেন।