IAF: ফের জারি হল NOTAM, আচমকা বদলে গেল বায়ুসেনার মহড়ার সময়

IAF: বুধবার দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হয়েছে সেই মহড়া। রাত ৯টা পর্যন্ত চলার কথা ছিল। পরে সেই সময় রহস্যজনকভাবে বদলে দেওয়া হয়েছে।

IAF: ফের জারি হল NOTAM, আচমকা বদলে গেল বায়ুসেনার মহড়ার সময়
ফাইল ছবিImage Credit source: twitter (Indian Air Force)

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 05, 2025 | 6:06 AM

নয়া দিল্লি: রহস্যজনকভাবে ভারতীয় বায়ুসেনার মহড়ার সময় গভীর রাত পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল। পাকিস্তান সীমান্তের পশ্চিমাংশে টানা মহড়া চালাবে ভারতীয় বায়ুসেনা।

বুধবার মধ্যরাত পর্যন্ত চলবে মহড়া। যে মহড়া রাত ৯টায় শেষ হওয়ার কথা ছিল, সেটা আচমকাই রাত ২টো ৩০ মিনিট পর্যন্ত চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে।

মহড়ার সময় বাড়ানোয় ফের নোটাম ফের জারি করা হয়েছে ওই সীমান্তবর্তী এলাকায়। অর্থাৎ ওই অঞ্চলের আকাশে মধ্যরাত পর্যন্ত উড়বে না কোনও বিমান।

এদিকে মধ্যরাত পর্যন্ত এই মহড়া চালানোর সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তান বায়ুসেনাও নিজেদের সতর্ক করে রেখেছে বলে সূত্রের খবর। কারণ “অপারেশন সিঁদুর” মাঝরাতেই হয়েছিল। তাই চোখ-কান খুলে সতর্ক রয়েছে ইসলামাবাদ।

এই মহড়ার জন্য আগেই নোটাম জারি করা হয়েছিল। গুজরাটের উপকূলবর্তী এলাকায় ওই মহড়া চলছে বলে জানা গিয়েছে। বুধবার দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হয়েছে সেই মহড়া। রাত ৯টা পর্যন্ত চলার কথা ছিল। পরে সেই সময় বাড়িয়ে রাত আড়াইটা করা হয়েছে। রাফায়েল, সুখোই, জাগুয়ারের মতো বিমান নিয়ে মহড়া চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত মাসে ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পরও নোটাম জারি করা হয়েছিল।